—প্রতীকী ছবি।
তাৎক্ষণিক আর্থিক চাহিদা মেটাতে অনেকেই ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) নিয়ে থাকেন। খুব দ্রুত এই ঋণের টাকা পাওয়ার সুবিধা রয়েছে। ব্যক্তিগত ঋণের আবেদন পদ্ধতিও জটিল নয়। আর তাই বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। মজার বিষয় হল, আধার কার্ড থাকলেই কোনও গ্রাহক ১০ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন ব্যক্তিগত ঋণ। কী ভাবে করবেন আবেদন? এই প্রতিবেদনে রইল তার হদিস।
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, আধার কার্ডের গ্রাহক ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) এবং ফিনটেক সংস্থা থেকে ব্যক্তিগত ঋণ নিতে পারেন। ওই ঋণ আবেদনের প্রাথমিক নথি হিসাবে আধার কার্ড জমা করতে হবে তাঁকে। এ ক্ষেত্রে আবেদনকারীকে মাসিক/বার্ষিক আয় এবং ঠিকানার প্রমাণপত্র-সহ অন্যান্য নথি জমা করতে হবে না। গ্রাহক ইচ্ছে করলে ঘরে বসে অনলাইনেও আধার কার্ডের বিনিময়ে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারেন।
আধার কার্ড ভিত্তিক ব্যক্তিগত ঋণ কারা কারা পাবেন, তা নিয়ে আরবিআইয়ের একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কটি বলেছে, সরকারি বা বেসরকারী সংস্থার বেতনভোগী, ব্যবসায়ী এবং স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্তরা এই পদ্ধতিতে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারবেন। সীমিত ক্রেডিট ইতিহাসের গ্রাহকও এই ঋণ পাওয়ার যোগ্য।
২১ থেকে ৬০ বছর বয়সীরা আধার কার্ডের বিনিময়ে ব্যক্তিগত ঋণ পাবেন বলে স্পষ্ট করেছে আরবিআই। তবে এই ঋণ পেতে হলে ন্যূনতম আয় বা বেতন ১৫ হাজার টাকা হতে হবে। আবেদনকারীর ক্রেডিট স্কোর ভাল হলে ঋণের অনুমোদন দ্রুত পাওয়ার সম্ভাবনা বাড়বে।
দু’ভাবে আধার কার্ডের উপর ভিত্তি করে ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন গ্রাহক। প্রথমত, ঋণদাতা ব্যাঙ্ক, এনবিএফসি বা ফিনচেক সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে এই ঋণের জন্য আবেদন করতে পারেন তিনি। এ ছাড়া সংশ্লিষ্ট ঋণদাতাদের দফতরে গিয়েও আবেদনের ফর্ম পূরণ করা যাবে। দু’টি ক্ষেত্রের সঙ্গে থাকতে হবে আধার কার্ড।