—প্রতীকী ছবি।
আসন্ন ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৫-’২৬ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে চড়ছে প্রত্যাশার পারদ। আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, বাজেটে একাধিক বড় ঘোষণা করতে পারেন নির্মলা। এর প্রভাব সরাসরি শেয়ার বাজারের উপর পড়বে বলে মনে করা হচ্ছে।
বাজেটের দিন কেমন থাকবে শেয়ার বাজার, এই নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। এর আগে কোনও বছর বাজেটের পর শেয়ারের সূচকে দেখা গিয়েছে রকেটগতি, তো কখনও ওই দিনে লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। উদাহরণ হিসাবে প্রথমেই ২০২০ সালের কেন্দ্রীয় বাজেটের কথা বলা যেতে পারে। সে বার শিল্পক্ষেত্রে উন্নতির জন্য বড় কোনও ঘোষণা করেননি নির্মলা। ফলে বাজেট পেশের দিন হু হু করে নামতে থাকে বাজার।
২০২০ সালের বাজেটের দিনে সবচেয়ে বড় পতনের সাক্ষী থেকেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। সেই দিন ২.৪৩ শতাংশ পড়েছিল সেনসেক্স। বিএসইর লগ্নিকারীরা হারান প্রায় ৩.৬ লক্ষ কোটি টাকা। দিনের শেষে ৪০ হাজারের নীচে থেমেছিল সেনসেক্স।
ঠিক তার পরের বছরই শেয়ার বাজারে দেখা যায় উল্টো ছবি। ২০২১ সালে কোভিড অতিমারিতে বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বাজেটে একাধিক ঘোষণা করেন সীতারমন। এর মধ্যে ছিল ২০ হাজার কোটি টাকার মূলধন-সহ উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠানের গঠন, ডিজিটাল লেনদেনের সুবিধা বৃদ্ধি এবং জল জীবন মিশন। পাশাপাশি রেলের উন্নতিতে এক লক্ষ কোটি টাকার বেশি ব্যয় বরাদ্দ করেন তিনি। ফলস্বরূপ ২,৩১৪ পয়েন্ট বেড়ে সে বার ৪৮,৬০০-তে গিয়ে থেমেছিল সেনসেক্স। ৬৪৬ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছিল নিফটি। দিনের শেষে ওই সূচক থামে ১৪,২৮১ পয়েন্টে।
২০২২ সালের বাজেটের দিনেও ঊর্ধ্বমুখী ছিল বাজার। সেনসেক্স ও নিফটি উঠেছিল যথাক্রমে ৮৪৯ এবং ২৩৭ পয়েন্ট। আবার বাজারের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল ২০২৩ সালে। সে বারের বাজেটের দিনে ইন্ট্রা ডেতে হাজার পয়েন্টের বেশি বেড়েছিল সেনসেক্স। কিন্তু দিনের শেষ দেখা যায় মাত্র ১৫৮ পয়েন্ট বেড়েছে সূচক। অন্য দিকে ওই বছর কমেছিল নিফটির লেখচিত্র।
গত বছরের (পড়ুন ২০২৪) বাজেটের দিনে বিএসই এবং এনএসইতে এক শতাংশ পতন দেখা গিয়েছিল। ওই দিন ডলারের নিরিখে অনেকটা পড়েছিল ভারতীয় মুদ্রার দাম। দিনশেষে সেটি ৮৩ টাকায় নেমে আসে।