জন-ধনের ধাক্কা যুঝতেই ন্যূনতম জমা: স্টেট ব্যাঙ্ক

বিপুল সংখ্যক জন-ধন অ্যাকাউন্টের খরচ সামলানোর জন্যই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি করল স্টেট ব্যাঙ্ক। তবে তারা জানিয়েছে, ন্যূনতম জমা রাখার এই বাধ্যবাধকতা জন-ধন অ্যাকাউন্টে নেই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৩:৩২
Share:

বিপুল সংখ্যক জন-ধন অ্যাকাউন্টের খরচ সামলানোর জন্যই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি করল স্টেট ব্যাঙ্ক। তবে তারা জানিয়েছে, ন্যূনতম জমা রাখার এই বাধ্যবাধকতা জন-ধন অ্যাকাউন্টে নেই।

Advertisement

গত শুক্রবারই এসবিআই জানায়, এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখতে হবে। নইলে গুনতে হবে জরিমানা। কিন্তু এর পরে খবর ছিল যে, স্টেট ব্যাঙ্ককে ওই নির্দেশ ফিরে দেখতে বলেছে কেন্দ্র। এ দিন স্টেট ব্যাঙ্কের দাবি, ওই সরকারি নির্দেশ এখনও হাতেও পায়নি তারা।

ন্যূনতম জমার প্রসঙ্গে এ দিন স্টেট ব্যাঙ্ক কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য বলেন, ‘‘ব্যাঙ্কে ১১ কোটি জন-ধন অ্যাকাউন্ট রয়েছে। তা চালাতে কিছু চার্জ নেওয়া জরুরি। বিভিন্ন রাস্তা ভেবেই ন্যূনতম টাকা রাখার এই সিদ্ধান্ত।’’ একই ভাবে এটিএমের খরচ সামলাতেও তার থেকে নির্দিষ্ট সংখ্যার বেশি টাকা তোলায় চার্জ বাড়ানো হয়েছে বলে তাঁর দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement