ওয়ালেট ভর্তির ফি ফেরাল পেটিএম

ক্রেডিট কার্ড মারফত টাকা সংস্থার ‘ওয়ালেট’-এ ভরলে, তার উপর ২% ফি বসানোর কথা জানিয়েছিল পেটিএম। কিন্তু বৃহস্পতিবার রাতেই সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিল তারা। মোবাইল ওয়ালেট সংস্থাটির দাবি, গ্রাহকদের মতামতই এর কারণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০২:১৬
Share:

ক্রেডিট কার্ড মারফত টাকা সংস্থার ‘ওয়ালেট’-এ ভরলে, তার উপর ২% ফি বসানোর কথা জানিয়েছিল পেটিএম। কিন্তু বৃহস্পতিবার রাতেই সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিল তারা। মোবাইল ওয়ালেট সংস্থাটির দাবি, গ্রাহকদের মতামতই এর কারণ। কিন্তু অনেকের দাবি, প্রতিদ্বন্দ্বী মোবিকুইক ওই চার্জ বসাবে না বলে জানানোয় চাপে পড়ে গিয়েছিল সংস্থাটি।

Advertisement

এটিএম থেকে ক্রেডিট কার্ডে নগদ টাকা তুললে, প্রতিদিন চড়া সুদ লাগে। পেটিএমের অভিযোগ ছিল, অনেকে ক্রেডিট কার্ড দিয়ে ওয়ালেটে টাকা ভরে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছিলেন। ফলে কার্ডের বিল মেটানোর দিনের আগে তার জন্য সুদই গুনতে হচ্ছিল না। অথচ যেহেতু ওই টাকায় সংস্থা মারফত কেনাকাটা হচ্ছিল না, তাই তার থেকে আয়ও ছিল না তাদের। বরং লেনদেনের জন্য উল্টে সংস্থাকেই টাকা গুনতে হচ্ছিল। তা রুখতে প্রথমে ফি বসিয়েছিল তারা। কিন্তু দিনের শেষে সেই ফি ফিরিয়ে নিয়েছে পেটিএম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement