—প্রতীকী চিত্র।
রিজ়ার্ভ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করায় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (পিপিবিএল) বেশির ভাগ পরিষেবাই আজ থেকে বন্ধ হয়েছে। তবে পেটিএম অ্যাপ মারফত টাকা লেনদেন চালু রাখতে ইতিমধ্যেই মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন্স-কে চারটি ব্যাঙ্ক (স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি এবং ইয়েস ব্যাঙ্ক) মারফত (থার্ড পার্টি অ্যাপ) ইউপিআই পরিষেবা চালানোর অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনপিসিআই। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ জন্য পাঁচটি ভার্চুয়াল আইডি বা হ্যান্ডল থাকছে তাদের। ফলে সাধারণ মানুষের পেটিএম অ্যাপ মারফত আর্থিক কাজকর্ম চালাতে কোনও অসুবিধা হবে না, জানিয়েছেন পেটিএমের মুখপাত্র।
তাঁর দাবি, সংস্থার বর্তমান ভার্চুয়াল আইডি বা হ্যান্ডল ‘@paytm’ বহাল রয়েছে। যা গ্রাহকেরা কোনও পরিবর্তন ছাড়া আগের মতোই ব্যবহার করতে পারবেন। এর বাইরে পেটিএম এবং ইয়েস ব্যাঙ্কের জোটের ক্ষেত্রে এনপিসিআই অনুমোদন করেছে, ‘@paytm’ এবং ‘@ptyes’। সায় দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে ‘@pthdfc’, স্টেট ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়ায় ‘@ptsbi’ হ্যান্ডলেও। যদিও এই দু’টি এখনই সক্রিয় হচ্ছে না।
নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের অভিযোগে পিপিবিএল-এর বিভিন্ন পরিষেবা বন্ধ করেছে শীর্ষ ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে গ্রাহকের আমানত সংগ্রহ, ঋণ বিলি, ফাস্ট্যাগ অ্যাকাউন্ট চালানো। পেটিএম তাদের ইউপিআই লেনদেন এত দিন তাদের এই ব্যাঙ্কের মাধ্যমেই করত।