চিদম্বরম। —ফাইল চিত্র
ফের অর্থনীতি প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সরকারকে একহাত নিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শনিবার বাজেট নিয়ে এক আলোচনাসভায় দাবি করলেন, এই সরকার প্রমাণ করে দিয়েছে অর্থনীতি সামলানো বা তার হাল ফেরানোর কোনও যোগ্যতাই নেই তাদের। কার্যক্ষেত্রে তারা অসহায়। কেন্দ্রের অর্থনীতির বহর ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে তাঁর প্রশ্ন, ‘‘মোদী সরকার এখনও জানায়নি তারা কোন হিসেব ধরে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির কথা বলছেন, প্রকৃত জিডিপি, নাকি মূল্যবৃদ্ধি-সহ (নমিনাল) জিডিপি?’’
বাজেটের দিন চিদম্বরমের তোপ ছিল, অনেক অনুগত বিজেপি সাংসদও এই বাজেট নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে পারবেন না। আজ তাঁর কটাক্ষ, ‘‘মোদ্দা কথা হল, আমাদের সামনে রয়েছে একজন অত্যন্ত অসুস্থ রোগী। কিন্তু ডাক্তার নিজেই প্রমাণ করে দিয়েছেন তিনি অযোগ্য। রোগ নির্ণয় করার ক্ষেত্রেই হতাশাজনক ভাবে ব্যর্থ তিনি। তাই এখন রোগ সারানোর ব্যাপারেও চূড়ান্ত অসহায়।’’
এ দিন চিদম্বরম এটাও বলেন যে, কেন্দ্রের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যনের মতো যে সব মানুষ ঠিকঠাক রোগ নির্ণয় করেছিলেন, সরকারের থেকে তাঁদের বেরিয়ে যেতে হয়েছে। সরকারের উদ্দেশে চিদম্বরমের মন্তব্য, ‘‘রোগ নির্ণয় করতে না পেরে ডাক্তার এখন অসহায়। বড়জোর তিনি বলতে পারেন, আমি দুঃখিত। আমরা ভুল করেছি। মনমোহন সিংহ কি এসে আমাদের পরামর্শ দেবেন?’’