প্রতীকী ছবি।
সাত দিনে কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটার পিছু দেড় টাকারও বেশি। ডিজেল প্রায় তার কাছাকাছি। সৌদি অ্যারামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার পরে জোগান নিয়ে ক্রমাগত আশ্বাস দিচ্ছে সৌদি আরব। তাদের দাবি, মাসের শেষে উৎপাদন ফের আগের জায়গায় ফিরবে। আবার ভারতে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আশ্বাস, তেলের জোগানে সমস্যা হবে না। তা সত্ত্বেও পেট্রল ও ডিজেলের দাম নাগাড়ে ও চড়া দরে বাড়ছে দেশে।
ইন্ডিয়ান অয়েলের তথ্য বলছে, কলকাতায় এ মাসে দাম যত বেড়েছে, তার বেশিটাই হয়েছে গত সাত দিনে। আজ শহরে ডিজেলের দাম লিটারে ৬৯ টাকা ছাড়িয়েছে। পেট্রল শনিবারই ছাড়িয়েছিল ৭৬ টাকা। এই অবস্থায় দুই পণ্যে বাড়তি উৎপাদন শুল্ক ও সেস প্রত্যাহারের আশায় রয়েছেন অনেকে।
এ দিকে, সৌদিতে বাড়তি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বিমান ও মিসাইল হানা রোখা। তবে এর প্রেক্ষিতে ইরানের সেনার পাল্টা হুঁশিয়ারির জেরে নতুন করে বিশ্ব বাজারে তেলের জোগান নিয়ে অনিশ্চয়তা তৈরির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল।