Bill Pass

তেল-গ্যাসে লগ্নি টানতে বিল পাশ

কেন্দ্রের দাবি, লগ্নি টানাই উদ্দেশ্য। তাই নয়া আইনে পেট্রোপণ্য সংক্রান্ত কাজকর্মকে খননের থেকে আলাদা করা হয়েছে। চালু হয়েছে পেট্রোলিয়াম লিজ় এবং জরিমানা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ০৮:১০
Share:

তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী। —ফাইল চিত্র।

গত অগস্টে তেল-গ্যাস খনন এবং উৎপাদনের আইনটি সংশোধনের লক্ষ্যে রাজ্যসভায় বিল পেশ করেছিল মোদী সরকার। মঙ্গলবার পাশ হল সেই তেলক্ষেত্র (নিয়ন্ত্রণ এবং উন্নয়ন) সংশোধনী বিল, ২০২৪। কেন্দ্রের দাবি, লগ্নি টানাই উদ্দেশ্য। তাই নয়া আইনে পেট্রোপণ্য সংক্রান্ত কাজকর্মকে খননের থেকে আলাদা করা হয়েছে। চালু হয়েছে পেট্রোলিয়াম লিজ় এবং জরিমানা। খনিজ তেলের সংজ্ঞা প্রসারিত করে তাতে যোগ করা হয়েছে অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শেল গ্যাস, কোল বেড মিথেন ইত্যাদি অনেক কিছুকে। এ দিন ধ্বনি ভোটে পাশ হয় বিল।

Advertisement

বিরোধীদের একাংশ অবশ্য বিলটিকে স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি তোলেন। অভিযোগ করেন, রাজ্যের অধিকার কেড়ে নেওয়ারও। তবে তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরীর আশ্বাস, ‘‘ক্ষমতা কেড়ে নেওয়া নয় এটা। তেল-গ্যাস উৎপাদনে অনেক লগ্নি ও সময় লাগে। আমাদের আরও ২০ বছর এই ক্ষেত্রের প্রয়োজন। তাই দেশীয় সংস্থার সঙ্গে বিদেশি লগ্নিকারীদেরও সমান ভরসা দিতে বদল জরুরি ছিল। যাতে তারা এ দেশে সকলের সুবিধার জন্য ব্যবসা করে।’’ বিলে নতুন তিনটি বিষয় স্থিতিশীল নীতি, বিরোধের সমাধান। পরিকাঠামোর ভাগাভাগি। তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, তেলক্ষেত্রে কাজের জন্য যে পুনর্বাসনের প্রয়োজন, সেখানে সরকার যেন মানবিক মুখ নিয়ে চলে। সংশ্লিষ্ট মহলের দাবি, রাজ্যের অশোকনগরে ওএনজিসির তেল-গ্যাস প্রকল্পে দেরি হওয়া নিয়ে কেন্দ্র যে তোপ দেগেছে, তার প্রেক্ষিতে এই বার্তা তাৎপর্যপূর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement