অ্যালকাটেল-লুসেন্ট অধিগ্রহণে সায় নোকিয়া শেয়ারহোল্ডারদের

ফরাসি সংস্থা অ্যালকাটেল-লুসেন্টকে হাতে নিতে শেয়ারহোল্ডারদের সায় পেল নোকিয়া। ফিনিশ সংস্থাটি জানিয়েছে, সাধারণ সভায় উপস্থিত কোনও শেয়ারহোল্ডারই এ নিয়ে আপত্তি জানাননি। ফলে বিনা ভোটেই তা পাশ হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

হেলসিঙ্কি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৪
Share:

ফরাসি সংস্থা অ্যালকাটেল-লুসেন্টকে হাতে নিতে শেয়ারহোল্ডারদের সায় পেল নোকিয়া। ফিনিশ সংস্থাটি জানিয়েছে, সাধারণ সভায় উপস্থিত কোনও শেয়ারহোল্ডারই এ নিয়ে আপত্তি জানাননি। ফলে বিনা ভোটেই তা পাশ হয়েছে। এই অধিগ্রহণের সাহায্যে বিশ্বের বৃহত্তম টেলিকম যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা হয়ে ওঠাই লক্ষ্য নোকিয়ার। যা সরাসরি পাল্লা দেবে এরিকসন এবং হুয়েই-এর মতো সংস্থার সঙ্গে। প্রসঙ্গত, গত এপ্রিলে আর্থিক ভাবে সমস্যায় পড়া অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণের কথা জানিয়েছিল তারা। পুরোপুরি শেয়ার হস্তান্তরের মাধ্যমে এই অধিগ্রহণ হওয়ার কথা, যার বাজার মূল্য প্রায় ১,৭৬০ কোটি ডলার। তার পর জুলাইয়ে তাদের চুক্তিতে সায় দেয় ইউরোপীয় কমিশন এবং সেখানকার নিয়ন্ত্রক সংস্থা। আর পরবর্তী কালে অনুমোদন মেলে মার্কিন বিচার বিভাগ এবং আমেরিকায় বিদেশি লগ্নি কমিটিরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement