ত্রাণের পক্ষে নীতি আয়োগ, বাড়ল বিভ্রান্তি

 ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ত্রাণ প্রকল্প (স্টিমুলাস প্যাকেজ) ঘোষণার যৌক্তিকতা আছে বলেই মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তবে তাঁর মতে, ওই টাকা মূলধনী খাতে লগ্নি এবং উৎপাদনশীলতা বাড়াতে ব্যবহার হলে, একমাত্র তবেই কার্যকরী হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৬:৪০
Share:

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ত্রাণ প্রকল্প (স্টিমুলাস প্যাকেজ) ঘোষণার যৌক্তিকতা আছে বলেই মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তবে তাঁর মতে, ওই টাকা মূলধনী খাতে লগ্নি এবং উৎপাদনশীলতা বাড়াতে ব্যবহার হলে, একমাত্র তবেই কার্যকরী হবে।

Advertisement

সোমবার সংবাদ সংস্থাকে ত্রাণ প্রকল্পের প্রস্তাব সমর্থনের এই কথা বলেছেন কুমার। কিন্তু তা শুনে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কারণ, জিডিপি তিন বছরের তলানিতে (৫.৭%) নামার পরে খোদ অর্থমন্ত্রী অরুণ জেটলির ইঙ্গিত ছিল, অর্থনীতিকে চাঙ্গা করতে ত্রাণ প্রকল্প ঘোষণার পথে হাঁটতে পারে কেন্দ্র। তিনি বলেন, ‘‘বেসরকারি লগ্নির ক্ষেত্রে সমস্যা আছে। সরকার তা জানে। শীঘ্রই আমাদের থেকে কিছু শুনবেন।’’ কিন্তু হালে সেই জেটলিই বলেছেন, ‘ত্রাণ প্রকল্প’ শব্দটি তিনি উচ্চারণ করেননি। সংবাদমাধ্যমই ওই মানে দাঁড় করিয়েছে।

আবার প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিবেক দেবরায় বলেছেন, ‘‘ঘাটতি কমানোর রাস্তা থেকে সরে আসা উচিত নয়।’’ ইঙ্গিত স্পষ্ট, ত্রাণ ঘোষণা করতে গিয়ে ঘাটতির রাশ আলগা হোক, সেটি চান না তাঁরা। এই পরিপ্রেক্ষিতে এ দিন কুমারের মন্তব্যে প্রশ্ন, তবে কি ত্রাণ নিয়ে ধোঁয়াশা সরকারের অন্দরেই?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement