সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি: টুইটার থেকে
শুক্রবারই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আর্থিক মন্দার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, গত ৭০ বছরের মধ্যে ‘অভূতপূর্ব পরিস্থিতি’। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই দাবি উড়িয়ে দিলেন। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, গোটা বিশ্বেই আর্থিক গতি ধীর। মন্দা চলছে। তার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও।
তবে আমেরিকা-চিনের চেয়ে ভারতের আর্থিক বৃদ্ধির হার ভাল, দাবি করেছেন সীতারামন। মোদী সরকার দেশের আর্থিক সংস্কারের কাজ করছে বলেও দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। একই সঙ্গে শিল্প ক্ষেত্রকে চাঙ্গা করতে একগুচ্ছ দাওয়াইও দিয়েছেন নির্মলা। রেপো রেটের সুবিধা গ্রাহক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সুবিধা দিলে গাড়ি-বাড়ির ঋণের সুদ কমবে।
ব্যাঙ্কিং ক্ষেত্রকে শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাঁর দাবি, এর ফলে ব্যাঙ্কগুলির ধার দেওয়ার ক্ষমতা বাড়বে। তাতে আর্থিক হাল ফিরবে। চলতি বছরে চার বার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সুবিধা যাতে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কাছ পর্যন্ত পৌঁছে দেয়, তা নিশ্চিত করার কথা বলেছেন অর্থমন্ত্রী। তাতে গাড়ি-বাড়ির সুদ কমবে বলেও জানিয়েছেন তিনি।
স্টার্ট আপ এবং ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে উৎসাহ বাড়াতেও এক গুচ্ছ দাওয়াই দিয়েছেন অর্থমন্ত্রী। তার মধ্যে রয়েছে জিএসটি সরলীকরণ, করে ছাড়ের মতো ঘোষণা। স্টার্ট আপের ক্ষেত্রে ‘এঞ্জেল ট্যাক্স’ তুলে নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। স্টার্ট আপের ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য একটি সেল তৈরি করবে কেন্দ্র। তাঁরা এই সব সমস্যার সমাধান করবেন। চলতি বছরে ছোট শিল্পগুলির দেওয়া জিএসটি ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা বলেছেন সীতারামন। ভবিষ্যতে এই সময়সীমা ৬০ দিন থাকবে বলেও এ দিন জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর বক্তব্য
• ব্যাঙ্কগুলির পুনরুজ্জীবনে ৭০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে
• শিল্প ক্ষেত্রে মূলধনী ঋণের সুদ কমবে
• ফলে গাড়ি-বাড়ির ঋণের সুদ কমতে পারে
• ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে আরবিআই-এর রেপো রেট কমানোর সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে
• সরকারি সংস্থাগুলিকে পুরনো গাড়ি পাল্টে নতুন গাড়ি নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে
• পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা দেওয়া হবে, এই বিনিয়োগের বিষয় দেখভালের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে
• ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ডিএসটি ফেরত দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, ৬০ দিনের মধ্যেই ফেরত দেওয়া হবে
• ঋণ শোধ করার ১৫ দিনের মধ্যেই সমস্ত নথিপত্র গ্রাহককে দিয়ে দেবে ব্যাঙ্কগুলি, তাতে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পগুলির সুবিধা হবে
• স্টার্ট আপের ক্ষেত্রে এঞ্জেল ট্যাক্সের অবসান ঘটানো হয়েছে
• অনলাইনে শুনানি, স্ক্রুটিনি, সেল্ফ সার্টিফিকেশন চালু করায় অনেক সুবিধা হয়েছে
• শ্রমিক আইন কার্যকর করা হয়েছে
• জিএসটি আরও সরলীকরণ করা হচ্ছে, স্বচ্ছতা বাড়ানোর প্রক্রিয়াও জারি রয়েছে
• শিল্পক্ষেত্রে বিভিন্ন কর ছাড় এবং সরলীকরণের কাজ করছি আমরা
• পাশাপাশি শ্রমিকদের স্বার্থেও কাজ করছে সরকার
• ইজ অব ডুইং বিজনেস-এর জন্য আমরা অনেক পদক্ষেপ করেছি
• আমেরিকা এবং চিনের চেয়ে ভারতীয় অর্থনীতিতে বৃদ্ধির গতি অনেক ভাল, দাবি নির্মলার
• ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই আর্থিক সংস্কারের কাজ করছে মোদী সরকার
• গোটা বিশ্বেই অর্থনীতিতে মন্দার গতি চলছে, তার প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়েছে