করে কড়া নয়, ফের এল নির্দেশ

ভারতের অর্থনীতি নিয়ে মুডি’জের হুঁশিয়ারিতে যখন কাঁপছে অর্থনীতি, অস্বস্তি বাড়ছে কেন্দ্রের, ঠিক তখন ইন্টার্নাল রেভেনিউ সার্ভিস অফিসারদের প্যারেডে প্রধান অতিথি সীতারামন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ০২:৪৯
Share:

প্রতীকী ছবি।

প্রতিটি শহরে ঘুরে ঘুরে আয়কর কর্তাদের যে নির্দেশ দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তা-ই ফের শোনা গেল ফরিদাবাদে। শুক্রবার রাজস্ব দফতরের আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা, করদাতাদের কর নিয়ে আড়ষ্টতা দূর করতে সাহায্য করুন। বুঝিয়ে বলুন কর দেওয়ার কথা। নিশ্চিত করুন, তাঁরা যেন ভয় না পান।

Advertisement

ভারতের অর্থনীতি নিয়ে মুডি’জের হুঁশিয়ারিতে যখন কাঁপছে অর্থনীতি, অস্বস্তি বাড়ছে কেন্দ্রের, ঠিক তখন ইন্টার্নাল রেভেনিউ সার্ভিস অফিসারদের প্যারেডে প্রধান অতিথি সীতারামন। অনুষ্ঠানের মধ্যে অফিসারদের কিছু বাচ্চা চীৎকার করে কাঁদছে। কেউ থামাতে পারছেন না। উদ্বিগ্ন বাবা-মায়েদের জন্য সেখানেও এল অর্থমন্ত্রীর পরামর্শ ‘‘আমি চাই না, বাচ্চা কাঁদছে বলে কেউ অপরাধ বোধ করুন। এই ধরনের অনুষ্ঠানে বাচ্চাদের নিয়ে এসে ঠিক করেছেন। এটা পরের প্রজন্মকে উৎসাহ দেবে।’’ অনেকের দাবি, নির্মলার এই সহজ আচরণ ও বিরক্ত না হওয়া তাৎপর্যপূর্ণ। হয়তো এই ইঙ্গিতই দেওয়া যে, অর্থনীতি নিয়ে কোনও স্নায়ুর চাপে ভুগছেন না তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement