সফটব্যাঙ্ক ছাড়লেন নিকেশ অরোরা

সফটব্যাঙ্কের সম্ভাব্য পরবর্তী কর্ণধার হিসেবে জাপানি তথ্যপ্রযুক্তি বহুজাতিকটিতে এসেছিলেন নিকেশ অরোরা। কিন্তু দু’বছর না ঘুরতেই সোমবার সংস্থা থেকে পদত্যাগ করলেন তিনি। তবে আরও এক বছর ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন উপদেষ্টা হিসেবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৮:০৪
Share:

সফটব্যাঙ্কের সম্ভাব্য পরবর্তী কর্ণধার হিসেবে জাপানি তথ্যপ্রযুক্তি বহুজাতিকটিতে এসেছিলেন নিকেশ অরোরা। কিন্তু দু’বছর না ঘুরতেই সোমবার সংস্থা থেকে পদত্যাগ করলেন তিনি। তবে আরও এক বছর ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন উপদেষ্টা হিসেবে।

Advertisement

বিবৃতিতে ৫৮ বছর বয়সী সিইও মাসায়োশি সন জানান, ‘‘ভেবেছিলাম ষাট ছুঁয়ে সফটব্যাঙ্ক চালানোর ভার ওঁর হাতে তুলে দেব। কিন্তু অনেক কাজ বাকি। তাই হয়তো সিইও থাকতে হবে ৫-১০ বছর। তত দিন শীর্ষ পদের জন্য অরোরাকে অপেক্ষা করানোর মানে নেই।’’ অরোরাও জানিয়েছেন, প্রতিশ্রুত সময় পেরোনোর পরে সিইও পদের জন্য অপেক্ষারতর তকমা তাঁর পছন্দ নয়।

অথচ মূলত এই ক্ষমতা হস্তান্তরের জন্যই গুগ্‌ল থেকে সফটব্যাঙ্কে আসেন অরোরা। জাপানি সংস্থার ৩৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর বেতনও গত বছর ছিল প্রায় ৫০০ কোটি টাকা। যা বিশ্বে সবচেয়ে বেশি রোজগেরে কর্পোরেট কর্তাদের মধ্যে আনে এই অনাবাসীকে। কিন্তু এর পরেও সফটব্যাঙ্ক থেকে তিনি সরলেন শীর্ষ পদ হাতবদলের সময় নিয়ে বর্তমান সিইও-র মতবদলের জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement