নতুন ধরনের টার্ম পলিসি বাজারে

জীবনবিমার ক্ষেত্রে বাজারে এল নতুন ধরনের একটি টার্ম পলিসি। এত দিন এ রকম প্রকল্পে বিমাকৃত টাকাই এক লপ্তে পেতেন গ্রাহকের নমিনি। এগন রেলিগেয়ারের ছাড়া ‘আই-ইনকাম’ পলিসিতে গ্রাহক মারা গেলে নমিনি ওই গ্রাহকের বেতনের সমপরিমাণ টাকা প্রতি মাসে পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০২:১৬
Share:

জীবনবিমার ক্ষেত্রে বাজারে এল নতুন ধরনের একটি টার্ম পলিসি। এত দিন এ রকম প্রকল্পে বিমাকৃত টাকাই এক লপ্তে পেতেন গ্রাহকের নমিনি। এগন রেলিগেয়ারের ছাড়া ‘আই-ইনকাম’ পলিসিতে গ্রাহক মারা গেলে নমিনি ওই গ্রাহকের বেতনের সমপরিমাণ টাকা প্রতি মাসে পাবেন।

Advertisement

গ্রাহক ৬০ বছর বয়সের আগে মারা গেলে মিলবে ওই টাকা। মারা যাওয়ার পরেই প্রথমে এক সঙ্গে ১২ মাসের টাকা পাওয়া যাবে। তার পরের মাস থেকেই প্রতি মাসে বেতনের সমান টাকা পেতে থাকবেন তিনি। গ্রাহকের বয়স ৬০ বছর হওয়া পর্যন্ত ওই টাকা মিলবে।

প্রকল্পটিতে বাড়তি সুবিধা হিসাবে দুর্ঘটনায় গ্রাহকের অঙ্গহানি ঘটলেও তিনি টাকা পাবেন। একটি অঙ্গহানি হলে বিমাকৃত টাকার ২৫%, দু’টির ক্ষেত্রে ৫০% টাকা এক লপ্তে হাতে পাবেন গ্রাহক। উপরন্তু প্রকল্পের বাকি মেয়াদে (৬০ বছর বয়স পর্যন্ত) আর কোনও প্রিমিয়ামও তাঁকে দিতে হবে না।

Advertisement

এগন-এর চিফ ডিস্ট্রিবিউশন অফিসার অমিত কুমার রায়ের দাবি, ‘‘আমরাই দেশে এ ধরনের পলিসি প্রথম ছাড়লাম। অন্য টার্ম পলিসিতে গ্রাহক মারা গেলে বিমাকৃত লগ্নি করেও শেষ বেতনের সমান টাকা প্রতি মাসে আয়ের ব্যবস্থা করা কঠিন হয় তাঁর পরিবারের পক্ষে।’’

এগন রেলিগেয়ার একই সঙ্গে বাজারে এনেছে নতুন আরও দু’টি পলিসি। একটির নাম ‘আই-স্পাউস’। অন্যটি স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আই-ক্যানসার’। প্রথমটিতে কর্মরত স্ত্রী এবং স্বামী একসঙ্গে একটি প্রকল্পেই বিমার ব্যবস্থা করতে পারবেন। এটিও নতুন ধরনের একটি টার্ম পলিসি। এতে দু’জনের মধ্যে কেউ মারা গেলে অপর জন বিমাকৃত টাকার পুরোটা তো পাবেনই, উপরস্তু গ্রাহকের ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে পাবেন বিমাকৃত টাকার ১.৭৫%। এ রকম প্রকল্পও ভারতে প্রথম এল বলে দাবি অমিতবাবুর।

আই-ক্যানসার প্রকল্পে পাওয়া যাবে সব ধরনের ক্যানসারের চিকিৎসার জন্য টাকা। রোগের পর্যায়ের উপর নির্ভর করে বিমাকৃত টাকার ২৫ থেকে ৭৫% চিকিৎসার জন্য পাওয়া যাবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত চিকিৎসা চললে বিমাকৃত টাকার ৫০% অতিরিক্ত পাবেন গ্রাহক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement