—প্রতীকী ছবি।
১ এপ্রিল থেকে ‘ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স’ বা টিডিএসের নিয়মে আসছে বড় বদল। গত ফেব্রুয়ারিতে সংসদে পেশ করা বাজেটে এর ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন কোন ক্ষেত্রে পড়বে প্রভাব? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিশ।
নতুন নিয়ম অনুযায়ী, শেয়ারের লভ্যাংশ, লটারিতে প্রাপ্ত অর্থ, কমিশন ভার্চুয়াল ডিজিটাল সম্পদের স্থানান্তর, ভাড়া এবং পেশাদার বা প্রযুক্তিগত পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি বিশেষ টিডিএসের আওতায় পড়বেন। বাজেটে এর ঊর্ধ্বসীমা বদল করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শেয়ারের লভ্যাংশের ক্ষেত্রে আগে টিডিএসের সীমা ছিল পাঁচ হাজার টাকা। এপ্রিল থেকে সেটা বেড়ে ১০ হাজার টাকা হচ্ছে বলে জানা গিয়েছে।
লটারি, যে কোনও খেলা বা ঘোড়দৌড়ের মতো প্রতিযোগিতা থেকে আয়ের উপর টিডিএসের নিয়ম বদল করেছে কেন্দ্র। নতুন নিয়মে প্রতি লেনদেনের জন্য এই কর বাবদ কাটা হবে ১০ হাজার টাকা। আগে একটি আর্থিক বছরে এর সীমা ১০ হাজার টাকা ধার্য করা হয়েছিল।
বিশেষজ্ঞদের দাবি, নতুন নিয়মে অনলাইন গেমাররা বেশ লাভবান হবেন। কারণ প্রতি লেনদেন তাঁদের আয় বেশ কম। ফলে টিডিএস এড়ানোর সুযোগ থাকবে তাঁদের। পাশাপাশি, অনলাইন গেমিং শিল্প এতে উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে। টিডিএসের জন্য এর কর ব্যবস্থার নিয়ম বেশ জটিলতা।
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে টিডিএসের নিয়মে বড় বদল করেছে কেন্দ্র। এতোদিন পর্যন্ত ব্যাঙ্কের স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট বা এফডি) বা অন্যান্য বিনিয়োগের থেকে প্রাপ্ত সুদের পরিমাণ ৫০ হাজার টাকা হলে গ্রাহককে এই কর দিতে হত। এপ্রিল থেকে সেই সীমা বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে।