আমদানিকারীদের জন্য নয়া বিধি

এ বার থেকে পণ্য আনার ছাড়পত্র পেতে আমদানিকারীদের অনলাইনে মাত্র একটি ফর্মে সমস্ত তথ্য ভরে জমা দিলেই চলবে। এখন ওই একই কাজের জন্য তাঁদের পূরণ করতে হয় ৯টি ফর্ম। আগামী ১ এপ্রিল থেকে চালু হবে নতুন নিয়ম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:১৯
Share:

এ বার থেকে পণ্য আনার ছাড়পত্র পেতে আমদানিকারীদের অনলাইনে মাত্র একটি ফর্মে সমস্ত তথ্য ভরে জমা দিলেই চলবে। এখন ওই একই কাজের জন্য তাঁদের পূরণ করতে হয় ৯টি ফর্ম। আগামী ১ এপ্রিল থেকে চালু হবে নতুন নিয়ম। কেন্দ্রীয় উৎপাদন ও আমদানি শুল্ক পর্ষদের (সিবিইসি) দাবি, দেশে ব্যবসার করার পথ আরও সহজ করে তুলতেই এই পদক্ষেপ।

Advertisement

সিবিইসি জানিয়েছে, সরকারের বিভিন্ন এজেন্সির কাছ থেকে পণ্য আমদানির ছাড়পত্র পাওয়ার জন্যই এখন সব মিলিয়ে মোট ৯টি ফর্ম জমা দিতে হয়। এতে ঝক্কি বিস্তর। তাই নতুন নিয়মে কোনও একটি ক্ষেত্রে বিল অব এন্ট্রির বৈদ্যুতিন সংস্করণে একসঙ্গে সব তথ্য জানানোর ব্যবস্থা করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement