প্রতীকী ছবি।
নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ব্যাঙ্কগুলি যাতে কম সুদে ঋণ দিতে পারে, তার জন্য তাদের রেপো রেটে মধ্যমেয়াদি ঋণের ব্যবস্থা করেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এ বার ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলিও (এনবিএফসি) যাতে ব্যাঙ্ক থেকে ওই প্রকল্পে ঋণের সুবিধা পায়, সে ব্যাপারে ঋণনীতিতে প্রস্তাব করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এনবিএফসিগুলি মনে করছে, ঋণের জোগান বাড়ানোর ক্ষেত্রে তাদের গুরুত্ব মেনে নিল শীর্ষ ব্যাঙ্ক।
গত বছর রিজ়ার্ভ ব্যাঙ্ক ‘অন টপ টিএলটিআরও’ প্রকল্পে ব্যাঙ্কগুলিকে তিন বছরের মেয়াদে মোট ১ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রকল্পটি চালু থাকবে। কে ভি কামাথ কমিটির সুপারিশ অনুযায়ী কৃষি, কৃষি পরিকাঠামো, ছোট শিল্প, ওষুধ, স্বাস্থ্য পরিষেবা-সহ ২৬টি ক্ষেত্রে ঋণ দিতে ওই পুঁজি কাজে লাগানো যাবে। এ বার সেই তালিকায় এনবিএফসিকেও আনার প্রস্তাব দিল শীর্ষ ব্যাঙ্ক।
ম্যাগমা ফিনকর্পের চিফ ফিনান্সিয়াল অফিসার কৈলাস বাহেতি বলেন, ‘‘এনবিএফসি-কে প্রকল্পের সুবিধা দিয়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের গুরুত্বের কথা রিজ়ার্ভ ব্যাঙ্ক মেনে নিয়েছে। এতে আমরা খুশি। এনবিএফসিগুলি সমাজের তৃণমূল স্তরে গিয়ে মানুষকে ঋণ দেয়।’’