ডুয়ার্সের চা বাগানে মজুরি দিতে রফাসূত্র অসমের ধাঁচে

ডুয়ার্সের চা বাগানে মজুরি সমস্যা মেটাতে জেলাশাসকদের দফতর মারফত আলাদা অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিল অর্থ দফতর। বড় নোট বাতিলের সিদ্ধান্তে ৮ দিন ধরে বাগানগুলিতে মজুরি দেওয়া বন্ধ ছিল। বিপাকে পড়েন ডুয়ার্সের ২৮২টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০২:৪৮
Share:

ডুয়ার্সের চা বাগানে মজুরি সমস্যা মেটাতে জেলাশাসকদের দফতর মারফত আলাদা অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিল অর্থ দফতর। বড় নোট বাতিলের সিদ্ধান্তে ৮ দিন ধরে বাগানগুলিতে মজুরি দেওয়া বন্ধ ছিল। বিপাকে পড়েন ডুয়ার্সের ২৮২টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক।

Advertisement

আলিপুরদুয়ারের জেলাশাসক দেবীপ্রসাদ করণম জানান, অর্থ দফতর থেকে চা বাগানের জন্য জেলাশাসকের দফতরের তরফে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ এসেছে। বাগান মালিকরা এই অ্যাকাউন্টে মজুরি বাবদ অর্থ হস্তান্তর করবেন। তার পর জেলাশাসকের দফতরের তরফে খুচরো নগদ টাকা তুলে তা চা বাগান মালিকদের দেওয়া হবে মজুরি মেটানোর জন্য।

উল্লেখ্য, অসমের ধাঁচেই সমাধানসূত্র মিলেছে ডুয়ার্সে। গত সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে এক একটি এলাকার একাধিক চা বাগানের জন্য ব্যাঙ্কে একটি সাধারণ অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত হয়। সেখান থেকে বেতন দেওয়ার জন্য বাগানগুলি টাকা তুলতে পারবে বলে জানিয়েছে চা বাগানের মালিকপক্ষের সংগঠন।

Advertisement

ডুয়ার্স প্রসঙ্গে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক বলেন, ‘‘ব্যাঙ্কগুলিতে নগদের ঘাটতি থাকায় এতগুলি বাগানে খুচরো টাকা দেওয়ার জন্য সরাসরি রির্জাভ ব্যাঙ্ক থেকে ব্যবস্থা করার জন্য প্রশাসনকে আর্জি জানানো হয়েছে।’’ তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠনের নেতা বাবলু মজুমদার জানান, ‘‘প্রায় আট দিন ধরে বহু চা বাগানে শ্রমিকরা মজুরি পাননি। দ্রুত মজুরি দিলে সমস্যার সমাধান হবে।’’

বিষয়টি নিয়ে এ দিন রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের সঙ্গে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবেরও আলোচনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement