বৃদ্ধির খোঁজে বৈঠকে মোদী

নীতি আয়োগ অনুষ্ঠিত বৈঠকে অর্থনীতিবিদ, বিশেষজ্ঞদের বিষয়ের ভিত্তিতে কয়েকটি দলে ভাগ করা হয়। এক-একটি দলকে কর্মসংস্থান, কৃষি, জল সম্পদ, রফতানি, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে ভেবে মত জানাতে বলা হয়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ০৪:৫৩
Share:

বৃদ্ধির চাকায় গতি ফেরানোর উপায় খোঁজা থেকে শুরু করে জলের প্রবল সঙ্কট— অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় আর্থিক নীতি ও ভবিষ্যতের রূপরেখা ঠিক করতে বৈঠকে বিশেষজ্ঞদের পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যেই শনিবার আলোচনায় বসলেন প্রথম সারির অর্থনীতিবিদ, শিল্পপতি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে।

Advertisement

বাজেটের আগে প্রায় চল্লিশ জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞের সঙ্গে খোদ মোদীর এই বৈঠক তাৎপর্যপূর্ণ। কারণ, কারও সঙ্গে আলোচনা না করে নীতি নির্ধারণ, নোট বাতিলের মতো সিদ্ধান্তের জন্য এত দিন সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। বৈঠকের পরে তাঁর টুইট, ‘‘যে সব মতামত মিলেছে, তা অন্তর্দৃষ্টিপূর্ণ এবং বৃদ্ধির পথে সহায়ক হবে।’’

এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, বেদান্ত রিসোর্সেসের কর্ণধার অনিল অগ্রবাল, পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা, জেপি মর্গ্যানের মুখ্য অর্থনীতিবিদ সাজিদ চিনয়, নারায়ণ হেল্‌থের চেয়ারম্যান দেবী শেঠি। ছিলেন বিমল জালান, সমীরণ চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, সৌম্যকান্তি ঘোষ, পুলক ঘোষের মতো অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরাও। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন না থাকলেও, ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

Advertisement

আলোচ্য

• অর্থনীতির সামগ্রিক হাল
• বৃদ্ধি চাঙ্গা করার উপায়
• পর্যাপ্ত কাজের অভাব
• চাষিদের সমস্যা
• জলের ব্যাপক সঙ্কট
• রফতানিতে ঘাটতি
• ব্যাঙ্কিং ও বিমায় বিদেশি লগ্নির রাস্তা প্রশস্ত করা
• বিলগ্নিকরণ

নীতি আয়োগ অনুষ্ঠিত বৈঠকে অর্থনীতিবিদ, বিশেষজ্ঞদের বিষয়ের ভিত্তিতে কয়েকটি দলে ভাগ করা হয়। এক-একটি দলকে কর্মসংস্থান, কৃষি, জল সম্পদ, রফতানি, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে ভেবে মত জানাতে বলা হয়।

নীতি আয়োগ সূত্রের বক্তব্য, বিপুল ভোটে জিতে এলেও মোদী সরকার বিলক্ষণ জানে যে, বৃদ্ধি ধাক্কা খেয়েছে। অর্থনীতির হাল ভাল নয়। এ দিকে মোদী ২০২৪ সালের মধ্যে অর্থনীতির বহর ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য ঘোষণা করেছেন। অর্থনীতিবিদদের মতে, তা কঠিন নয়। কিন্তু নতুন চাকরি তৈরি, কৃষকদের আয় বাড়ানোর মতো লক্ষ্য বরং অনেক কঠিন চ্যালেঞ্জ।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement