২৫% সরকারি শেয়ার কিনে নেবে নালকো

রাজকোষ ভরতে এ বার নতুন কৌশল কেন্দ্রের। রাষ্ট্রায়ত্ত নালকোয় তার নিজের হাতে থাকা ৮০.৯৩ শতাংশ শেয়ারের মধ্যে ২৫% ওই সংস্থাকেই বিক্রি করতে কেন্দ্র। এ ব্যাপারে রাষ্ট্রায়ত্ত অ্যালুমিনিয়াম সংস্থাটি তার সম্মতি জানিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০২:০৪
Share:

রাজকোষ ভরতে এ বার নতুন কৌশল কেন্দ্রের। রাষ্ট্রায়ত্ত নালকোয় তার নিজের হাতে থাকা ৮০.৯৩ শতাংশ শেয়ারের মধ্যে ২৫% ওই সংস্থাকেই বিক্রি করতে কেন্দ্র। এ ব্যাপারে রাষ্ট্রায়ত্ত অ্যালুমিনিয়াম সংস্থাটি তার সম্মতি জানিয়েছে।

Advertisement

কেন্দ্রীয় খনন সচিব বলবিন্দর কুমার সোমবার এ কথা জানিয়ে বলেন, ‘‘নালকোর পরিচালন পর্ষদ আগামী ১৫ দিনে বৈঠকে বসে এই পুনঃক্রয়ের দর ঠিক করবে।’’ অর্থ মন্ত্রকই নালকোকে এই শেয়ার কেনার আর্জি জানাতে বলেছিল থনি মন্ত্রককে। এই খাতে ৩২৫০ কোটি টাকা ঘরে আনতে চায় কেন্দ্র। নালকো বিলগ্নিকরণেও আগ্রহী কেন্দ্র। তবে বাজার আরও চাঙ্গা হওয়ার অপেক্ষায় রয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement