মুকেশ অম্বানী। —ফাইল চিত্র।
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে ইরা বিন্দ্রার নাম ঘোষণা করলেন কর্ণধার মুকেশ অম্বানী। ৪৭ বছর বয়সি ইরা হবেন গোষ্ঠীর এগ্জ়িকিউটিভ কমিটির সর্বকনিষ্ঠ এবং অম্বানী পরিবারের বাইরের প্রথম মহিলা সদস্য। সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিককালে মুকেশকে এ ভাবে গোষ্ঠীর কোনও নিয়োগের ঘোষণা করতে দেখা যায়নি। সাধারণত সংস্থার কর্তারাই তা করেন। ফলে মুকেশের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। বিশেষত, এটা আগামী দিনে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের মানবসম্পদ পরিচালনার ক্ষেত্রে বড়সড় রদবদলের বার্তা দিচ্ছে বলেও মনে করছে তারা।
শনিবার এই ঘোষণা করে মুকেশ বলেন, দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে তাঁর, আকাশ, ইশা এবং অনন্তের সঙ্গে মিলে গোষ্ঠীর কর্মী, নেতৃত্ব এবং সংস্কৃতির কথা মাথায় রেখে কাজ করবেন ইরা। চলবেন গোষ্ঠীর সমস্ত ব্যবসা এবং তাদের মানবসম্পদ বিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে। আর সমাজমাধ্যমে একটি পোস্টে ইরার বার্তা, রিলায়্যান্সের পিপ্ল অ্যান্ড ট্যালেন্ট বিভাগের গ্রুপ প্রেসিডেন্ট হিসেবে যাতে দক্ষ কর্মী গড়ে তোলাই হবে তাঁর লক্ষ্য।
১৯৯৮ সালে দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতক হওয়ার পরে নেদারল্যান্ডস থেকে ১৯৯৯ সালে এমবিএ করেছেন ইরা। তার পরে কাজ করেছেন জিই ক্যাপিটাল, জিই ইন্ডিয়া, জিই হেল্থকেয়ার এবং জিই অয়েল অ্যান্ড গ্যাসে। ২০১৮ সালে যোগ দেন মেডট্রনিক-এ। আজ নতুন সুযোগের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে রিলায়্যান্সে বদলের বার্তা দিয়েছেন তিনি।