Mukesh Ambani

নিট মুনাফা ৭৯ হাজার কোটি! ব্যবসার মোড় ঘোরাতে মুকেশের বাজি এ বার কৃত্রিম মেধা

সভায় মুকেশ জানিয়েছেন, মানব সভ্যতার জটিল সমস্যাগুলির সমাধানের রাস্তা খুলে দিচ্ছে এআই। তাই তাকে বাদ দিয়ে এগোনো অসম্ভব। বরং এআই-সহ উঁচু প্রযুক্তির হাত ধরেই আরও উন্নতির পরিকল্পনা রিলায়্যান্সের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ০৭:৩১
Share:

মুকেশ অম্বানী। —ফাইল চিত্র।

বরাবর বার্ষিক সাধারণ সভার মঞ্চ থেকে চমক দিতে ভালবাসেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানী। বিভিন্ন সময়ে যার কেন্দ্রে থেকেছে টেলিকম, রিটেল, পরিবেশ বান্ধব জ্বালানি-সহ ব্যবসার নিত্যনতুন পথ। গত বার যেমন উত্তরাধিকারের মঞ্চ প্রস্তুত করতে সভা থেকেই তিন ছেলে-মেয়েকে পরিচালন পর্ষদে শামিল করেছিলেন। বৃহস্পতিবার ৪৭তম সাধারণ সভার দিকেও তাই তাকিয়ে ছিল শিল্পমহল এবং শেয়ার বাজার। দেখা গেল, এ বার মুকেশের তাস কৃত্রিম মেধা (এআই)। বাজি, সাধারণ মানুষের সঙ্গে তার দূরত্ব কমিয়ে সেটিকে রোজকার জীবনে এনে ফেলা। যে কারণে তাঁর মুখে শোনা গিয়েছে সকলের জন্য কম খরচে কৃত্রিম মেধা নির্ভর পরিষেবা আনার জন্য পরিকাঠামো তৈরির কথা।

Advertisement

সভায় মুকেশ জানিয়েছেন, মানব সভ্যতার জটিল সমস্যাগুলির সমাধানের রাস্তা খুলে দিচ্ছে এআই। তাই তাকে বাদ দিয়ে এগোনো অসম্ভব। বরং এআই-সহ উঁচু প্রযুক্তির হাত ধরেই আরও উন্নতির পরিকল্পনা রিলায়্যান্সের। যেখানে উৎপাদন হবে পুরোদস্তুর প্রযুক্তিচালিত। লক্ষ্য, বিশ্বের সেরা ৩০টি সংস্থার একটি হওয়া। এই লক্ষ্যে জিয়ো যে তাঁর বাজির অন্যতম ঘোড়া, সেই ইঙ্গিতও স্পষ্ট করেছেন রিলায়্যান্স কর্ণধার। জানিয়েছেন, ভারত বৃহত্তম ডেটা বাজার। আর জিয়ো বিশ্বের বৃহত্তম ডেটা সংস্থা। ৫জি এবং ৬জি প্রযুক্তি গবেষণায় ইতিমধ্যেই ৩৫০টি মেধা স্বত্বের আবেদন করেছে।

ঘোষণা ছিল আরও। যার অন্যতম, এ বছর থেকেই সৌর বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি তৈরি। শেয়ার প্রতি একটি করে বোনাস শেয়ারের প্রস্তাব। যা পাশ হলে ২০১৭-র পরে এই প্রথম বোনাস দেবে সংস্থা। এই ঘোষণার পরে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দর ১.৫১% বেড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement