১৬ অগস্ট বাজারে আসতে চলেছে নোকিয়ার সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড ফোন নোকিয়া ৮। উদ্বোধনের অনুষ্ঠানটি হবে লন্ডনে।
বিশেষজ্ঞ মহলের মতে, ৪০ হাজারের উপরে দাম হতে পারে এই ফোনের। সম্ভবত ৪৩ হাজার টাকায় পাওয়া যাবে নোকিয়ার নতুন এই ফোন।
স্ন্যাপড্রাগন কোয়ালকম ৮৩৫ প্রসেসর রয়েছে এই ফোনে। রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি। তবে কিছু দিনের মধ্যেই ৬ জিবি ও ৮ জিবি র্যামের সংস্করণও পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
২৫৬ জিবি পর্যন্ত থাকবে এক্সপ্যানডেবল মেমরি। ডুয়াল সিম ও সিঙ্গল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই ফোন।
চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। স্টিল, ব্লু, গোল্ড/ব্লু ও গোল্ড/কপার।
অ্যান্ড্রয়েডের ৭.০ ভার্সন পাওয়া যাবে এই ফোনে। থাকবে ৩৯৯৯ এমএএইচ ব্যাটারি।
২৪ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে নোকিয়া ৮-এ। এই ফোনের ব্যাক ক্যামেরায় থাকবে কার্ল জেইসের সেনসর।
নোকিয়া ৮-এর ডিসপ্লে হবে ৫.৭ ইঞ্চির। রেজলিউশন ১৪৪০*২৫৬০।