নিজস্ব নেটওয়ার্ক বা স্পেকট্রাম হাতে না-থাকা সংস্থাও এ বার থেকে জোট বেঁধে মোবাইল পরিষেবায় সামিল হতে পারবে। এ জন্য আনা ট্রাইয়ের প্রস্তাব অনুমোদন করল টেলিকম কমিশন।
নির্দেশ কার্যকর হলে ওই সব সংস্থাও (যারা ‘ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর্স’ বা ভিএনপি নামে পরিচিত) অভিন্ন লাইসেন্সের আওতায় সব ধরনের মোবাইল পরিষেবা দিতে পারবে। এ জন্য তাদের এক বা একাধিক মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি করতে হবে, যাদের নেটওয়ার্ক ব্যবহার করেই পরিষেবা ছড়ানো যাবে। বিষয়টি টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের বিবেচনাধীন বলে জানিয়েছে কমিশন।