Business News

নতুন চশমায় সড়গড় হতেও তো দিন দু’য়েক সময় লাগে: মোদী

সেন্ট্রাল হল বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী, জিএসটি চালুর জন্য এর থেকে পবিত্র জায়গা আর হয় না: মোদী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১৮:২৮
Share:

সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

প্রায় দেড় যুগ পথ হেঁটে অবশেষে গন্তব্যে পৌঁছল পণ্য-পরিষেবা কর (জিএসটি)। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই তা চালু হয়ে গেল সারা দেশে। সাক্ষী থাকল সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হল।

Advertisement

ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই দেশ জুড়ে চালু হল জিএসটি।

Advertisement

এই ঐতিহাসিক মুহূর্তটি ১৪ বছরের যাত্রার চূড়ান্ত পরিণতি: রাষ্ট্রপতি।

ব্যক্তিগত ভাবে এটা আমার কাছেও চূড়ান্ত সন্তুষ্টির সময়, বললেন রাষ্ট্রপতি।

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে সকলকে চমকে দিয়েছে জিএসটি কাউন্সিল, বললেন রাষ্ট্রপতি।

সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

কর ব্যবস্থায় আর ধোঁয়াশা রইল না: মোদী।

এই করের ফলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যেরও লাভ হবে, দাবি প্রধানমন্ত্রীর।

‘গুডস অ্যান্ড সিম্পল ট্যাক্স’, জিএসটি-র নয়া সংজ্ঞা মোদীর মুখে।

জিএসটি নিয়ে আশঙ্কার কিছু নেই, এটি অত্যন্ত সরল প্রক্রিয়া: মোদী।

দেশের সমস্ত বাজারকে আজ এক্যবদ্ধ করবে জিএসটি: মোদী।

এক দেশ, এক করের স্বপ্ন সফল, দাবি প্রধানমন্ত্রীর।

সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি। ছবি সৌজন্য: লোকসভা টিভি।

জিএসটি-তে গরিবের কথা ভাবা হয়েছে: মোদী।

জিএসটি নিয়ে আশঙ্কায় ছিল অনেক রাজ্য, লক্ষ্য দূর হলেও তাতে পৌঁছনো সম্ভব, বললেন মোদী।

কেন্দ্র-রাজ্যগুলি দীর্ঘ আলাপ-আলোচনা করেছে, তার ফলস্বরূপ জিএসটি চালু: মোদী।

সেন্ট্রাল হল বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী, জিএসটি চালুর জন্য এর থেকে পবিত্র জায়গা আর হয় না: মোদী।

জিএসটি টিম ইন্ডিয়ার প্রমাণ: মোদী।

কোনও একটি দলের বা সরকারের কৃতিত্ব নয়, সকলের যৌথ প্রয়াসের ফল জিএসটি: মোদী।

দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চলেছি: মোদী।

১১টা ২০: ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্ব যখন আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমরা জিএসটি-র পাঠ নিচ্ছি: অরুণ জেটলি।

অসীম দাশগুপ্তর থেকে জিএসটি-র প্রথম পাঠ শিখেছি: অরুণ জেটলি।

এক দেশ, এক কর, এক বাজার: অরুণ জেটলি।

“জিএসটি-র মাধ্যমে নতুন যাত্রা শুরু”, দাবি অর্থমন্ত্রীর

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা: অরুণ জেটলি।

সংসদে ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হল সংসদের অধিবেশন।

রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।

জিএসটি-র জন্য মধ্যরাতে সেজে উঠেছে সংসদ। ছবি: পিটিআই।

রাত ১১টা: সংসদে এলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত মোদী সরকারের মন্ত্রীরা।

সংসদে এলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।

সংসদে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফিরে এল ইন্সপেক্টররাজের তামাশা: মমতা।

আজ মধ্যরাত থেকে স্বাধীনতা ও গণতন্ত্রের বিপদ: মমতা।

ফেসবুকে জিএসটি-র তীব্র সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জিএসটি চালু হওয়ার আগেই এই ঘোষণা করা হল।

সংসদের অধিবেশন সরাসরি টেলিভিশনে দেখছেন মুম্বইয়ের মানুষ। ছবি: পিটিআই।

জিএসটি কাউন্সিলের সঙ্গে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সারের উপর থেকে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল।

সংসদের সেন্ট্রাল হলে জিএসটি-র অনুষ্ঠান।

মধ্যরাতে রাষ্ট্রপতির হাতে দেশ জুড়ে চালু হবে জিএসটি।

রাত পৌনে ১২টা নাগাদ ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

রাত ১১টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করার কথা।

এর পর অর্থমন্ত্রী অরুণ জেটলির একটি বক্তৃতার পরেই দেখানো হবে জিএসটি সংক্রান্ত একটি শর্ট ফিল্ম।

রাত ১১টায় শুরু হবে মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, রাত ১০টা ৫৫ মিনিটে সংসদে উপস্থিত হবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন, জিএসটি কী? সস্তা হবে নিত্যপ্রয়োজনীয় পণ্য?

থাকছেন অ্যাসোচেমের কর্তা থেকে হরীশ সালভে, সোলি সোরাবজিদের মতো দেশের প্রথম সারির আইনজীবীরাও।

অমিতাভ বচ্চন থেকে লতা মঙ্গেশকর, রতন টাটা থেকে রঘুরাম রাজন, বিমল জালান, উর্জিত পটেলরা থাকছেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রের সব হেভিওয়েট মন্ত্রীরা তো থাকছেনই, থাকছেন আরও বহু তারকা।

প্রায় সব বিরোধী দল মধ্যরাতের এই অধিবেশন বয়কট করলেও অনুষ্ঠানটি যে তারকা খচিত হচ্ছে তা নিয়ে কোনও সন্দেহই নেই।

জিএসটি নিয়ে প্রশ্ন থাকলেও ঘটনাটিকে ঐতিহাসিক করে তুলতে কসুর করছে না কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement