সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
প্রায় দেড় যুগ পথ হেঁটে অবশেষে গন্তব্যে পৌঁছল পণ্য-পরিষেবা কর (জিএসটি)। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই তা চালু হয়ে গেল সারা দেশে। সাক্ষী থাকল সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হল।
• ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই দেশ জুড়ে চালু হল জিএসটি।
• এই ঐতিহাসিক মুহূর্তটি ১৪ বছরের যাত্রার চূড়ান্ত পরিণতি: রাষ্ট্রপতি।
• ব্যক্তিগত ভাবে এটা আমার কাছেও চূড়ান্ত সন্তুষ্টির সময়, বললেন রাষ্ট্রপতি।
• নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে সকলকে চমকে দিয়েছে জিএসটি কাউন্সিল, বললেন রাষ্ট্রপতি।
• সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
• কর ব্যবস্থায় আর ধোঁয়াশা রইল না: মোদী।
• এই করের ফলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যেরও লাভ হবে, দাবি প্রধানমন্ত্রীর।
• ‘গুডস অ্যান্ড সিম্পল ট্যাক্স’, জিএসটি-র নয়া সংজ্ঞা মোদীর মুখে।
• জিএসটি নিয়ে আশঙ্কার কিছু নেই, এটি অত্যন্ত সরল প্রক্রিয়া: মোদী।
• দেশের সমস্ত বাজারকে আজ এক্যবদ্ধ করবে জিএসটি: মোদী।
• এক দেশ, এক করের স্বপ্ন সফল, দাবি প্রধানমন্ত্রীর।
সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি। ছবি সৌজন্য: লোকসভা টিভি।
• জিএসটি-তে গরিবের কথা ভাবা হয়েছে: মোদী।
• জিএসটি নিয়ে আশঙ্কায় ছিল অনেক রাজ্য, লক্ষ্য দূর হলেও তাতে পৌঁছনো সম্ভব, বললেন মোদী।
• কেন্দ্র-রাজ্যগুলি দীর্ঘ আলাপ-আলোচনা করেছে, তার ফলস্বরূপ জিএসটি চালু: মোদী।
• সেন্ট্রাল হল বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী, জিএসটি চালুর জন্য এর থেকে পবিত্র জায়গা আর হয় না: মোদী।
• জিএসটি টিম ইন্ডিয়ার প্রমাণ: মোদী।
• কোনও একটি দলের বা সরকারের কৃতিত্ব নয়, সকলের যৌথ প্রয়াসের ফল জিএসটি: মোদী।
• দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চলেছি: মোদী।
• ১১টা ২০: ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
• বিশ্ব যখন আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমরা জিএসটি-র পাঠ নিচ্ছি: অরুণ জেটলি।
• অসীম দাশগুপ্তর থেকে জিএসটি-র প্রথম পাঠ শিখেছি: অরুণ জেটলি।
• এক দেশ, এক কর, এক বাজার: অরুণ জেটলি।
• “জিএসটি-র মাধ্যমে নতুন যাত্রা শুরু”, দাবি অর্থমন্ত্রীর
• ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা: অরুণ জেটলি।
• সংসদে ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
• জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হল সংসদের অধিবেশন।
• রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।
জিএসটি-র জন্য মধ্যরাতে সেজে উঠেছে সংসদ। ছবি: পিটিআই।
• রাত ১১টা: সংসদে এলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
• সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত মোদী সরকারের মন্ত্রীরা।
• সংসদে এলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি।
• প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।
• সংসদে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
• ফিরে এল ইন্সপেক্টররাজের তামাশা: মমতা।
• আজ মধ্যরাত থেকে স্বাধীনতা ও গণতন্ত্রের বিপদ: মমতা।
• ফেসবুকে জিএসটি-র তীব্র সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• জিএসটি চালু হওয়ার আগেই এই ঘোষণা করা হল।
সংসদের অধিবেশন সরাসরি টেলিভিশনে দেখছেন মুম্বইয়ের মানুষ। ছবি: পিটিআই।
• জিএসটি কাউন্সিলের সঙ্গে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
• সারের উপর থেকে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল।
• সংসদের সেন্ট্রাল হলে জিএসটি-র অনুষ্ঠান।
• মধ্যরাতে রাষ্ট্রপতির হাতে দেশ জুড়ে চালু হবে জিএসটি।
• রাত পৌনে ১২টা নাগাদ ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
• রাত ১১টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করার কথা।
• এর পর অর্থমন্ত্রী অরুণ জেটলির একটি বক্তৃতার পরেই দেখানো হবে জিএসটি সংক্রান্ত একটি শর্ট ফিল্ম।
• রাত ১১টায় শুরু হবে মূল অনুষ্ঠান।
• অনুষ্ঠানসূচি অনুযায়ী, রাত ১০টা ৫৫ মিনিটে সংসদে উপস্থিত হবেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন, জিএসটি কী? সস্তা হবে নিত্যপ্রয়োজনীয় পণ্য?
• থাকছেন অ্যাসোচেমের কর্তা থেকে হরীশ সালভে, সোলি সোরাবজিদের মতো দেশের প্রথম সারির আইনজীবীরাও।
• অমিতাভ বচ্চন থেকে লতা মঙ্গেশকর, রতন টাটা থেকে রঘুরাম রাজন, বিমল জালান, উর্জিত পটেলরা থাকছেন।
• রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রের সব হেভিওয়েট মন্ত্রীরা তো থাকছেনই, থাকছেন আরও বহু তারকা।
• প্রায় সব বিরোধী দল মধ্যরাতের এই অধিবেশন বয়কট করলেও অনুষ্ঠানটি যে তারকা খচিত হচ্ছে তা নিয়ে কোনও সন্দেহই নেই।
• জিএসটি নিয়ে প্রশ্ন থাকলেও ঘটনাটিকে ঐতিহাসিক করে তুলতে কসুর করছে না কেন্দ্র।