সহযোগী যন্ত্রাংশ সংস্থার কারখানায় আগুন লাগার জেরে জুনে প্রায় ৩০ হাজার গাড়ি কম তৈরি করেছে মারুতি-সুজুকি। ফলে ভিতারা ব্রেজা, ব্যালেনোর মতো গাড়ির ‘ওয়েটিং পিরিয়ড’ বাড়ছে। তবে সংস্থার দাবি, বছরের দ্বিতীয়ার্ধে উৎপাদনের ঘাটতি পুষিয়ে ক্রেতাদের হাতে দ্রুত গাড়ির চাবি তুলে দিতে পারবে তারা।
সম্প্রতি কলকাতায় নিজেদের ডিলার ‘ওয়ান অটো’র দ্বিতীয় শো-রুম চালু করেছে মারুতি। সেই উপলক্ষে সংস্থার এগ্জিকিউটিভ ডিরেক্টর (বিপণন ও বিক্রি) আর এস কলসি বলেন, অগ্নিকাণ্ডের প্রভাবে ওয়েটিং-পিরিয়ড বেড়েছে। প্রায় এক লক্ষ ক্রেতার হাতে সময়ে চাবি তুলে দেওয়া যায়নি। তবে আগামী কয়েক মাসে ঘাটতি পুষিয়ে যাবে। কী ভাবে উৎপাদন বাড়ানো যায়, তা নিয়ে ইঞ্জিনিয়াররা কাজও করছেন।