Maruti

১৭ বছরে প্রথম ক্ষতি মারুতির

মারুতি বুধবার জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তাদের ক্ষতির অঙ্ক ২৪৯.৪ কোটি টাকা। ২০০৩ সালে শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার পরে লোকসানের বৃত্তে কখনও পা আটকায়নি তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০৫:০৮
Share:

ছবি সংগৃহীত।

আগেই জমি কাড়তে শুরু করেছিল অর্থনীতির ঝিমুনি। পরে বিক্রিতে কামড় বসায় করোনাও। ফলে নাগাড়ে বিক্রি কমছে গাড়ি শিল্প। তবে এই ক্ষত কতখানি গভীর, এ বার তা আরও প্রকট করল এপ্রিল-জুনে মারুতি-সুজুকির আর্থিক ফল। যেখানে দেখা গেল, ১৭ বছরে এই প্রথম নিট লোকসানের মুখে পড়েছে তারা। সংশ্লিষ্ট মহল বলছে, ওই সময়ের বেশির ভাগটাই লকডাউনে কাটিয়েছে দেশ। সব বন্ধ ছিল। ফলে লোকসান অপ্রত্যাশিত নয়। মারুতি নিজেও সেটাই জানিয়েছে।

Advertisement

মারুতি বুধবার জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তাদের ক্ষতির অঙ্ক ২৪৯.৪ কোটি টাকা। ২০০৩ সালে শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার পরে লোকসানের বৃত্তে কখনও পা আটকায়নি তাদের। গত বছর এই একই সময় তাদের নিট মুনাফা হয়েছিল ১৪৩৫.৫ কোটি টাকা।

করোনা সংক্রমণের মোকাবিলায় মার্চের শেষ থেকে শুরু দীর্ঘ লকডাউনে গাড়ির কারখানা থেকে শো-রুম, সব বন্ধ ছিল। বেশির ভাগ সময়েই একটিও গাড়ি তৈরি হয়নি, বিক্রিও হয়নি। মে মাস থেকে নামমাত্র ব্যবসা শুরু হয়। কিন্তু মারুতির দাবি, তখন তাদের ও সহযোগী সংস্থাগুলির কর্মী ও ক্রেতাদের সুরক্ষার বিষয়টিই প্রাধান্য পেয়েছে। ফলে কঠোর ভাবে সতর্কতা বিধি মেনে চলেছে তারা। তাই ওই তিন মাসে আক্ষরিক অর্থে সব মিলিয়ে যতটুকু উৎপাদন হয়েছে, তা স্বাভাবিক পরিস্থিতিতে মাত্র দু’সপ্তাহের সমান। তাদের মতে, এটা মাথায় রেখেই দেখতে হবে এই আর্থিক ফল।

Advertisement

ওই ত্রৈমাসিকে আগের বছরের তুলনায় মারুতির গাড়ি বিক্রি করে আয় ১৮,৭৩৫ কোটি টাকা থেকে কমে হয়েছে ৩৬৭৭.৫ কোটি। গত বছর এই সময় ৪ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি হয়েছিল। এ বার ৭৬,৫৯৯টি গাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement