মিউচুয়াল ফান্ড ব্যবসা বাড়াতে মহীন্দ্রা সঙ্গে চায় ‘ভিম’-কে

ছোট শহর ও গ্রামীণ এলাকায় মিউচুয়াল ফান্ডের ব্যবসা ছড়াতে নিজস্ব পরিকাঠামোর পাশাপাশি মোবাইল ফোনের ‘ভিম’ অ্যাপকেও হাতিয়ার করতে চাইছে মহীন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সোমবার সংস্থা তাদের তৃতীয় প্রকল্প ‘মহীন্দ্রা মিউচুয়াল ফান্ড ধন সঞ্চয় যোজনা’ বাজারে এনেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০২:২১
Share:

ছোট শহর ও গ্রামীণ এলাকায় মিউচুয়াল ফান্ডের ব্যবসা ছড়াতে নিজস্ব পরিকাঠামোর পাশাপাশি মোবাইল ফোনের ‘ভিম’ অ্যাপকেও হাতিয়ার করতে চাইছে মহীন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

Advertisement

সোমবার সংস্থা তাদের তৃতীয় প্রকল্প ‘মহীন্দ্রা মিউচুয়াল ফান্ড ধন সঞ্চয় যোজনা’ বাজারে এনেছে। ২৪ জানুয়ারি পর্যন্ত তা খোলা থাকবে। তারপর ফের কেনাবেচা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে। এটি ইকুইটি নির্ভর ‘ওপেন-এন্ডেড’ প্রকল্প। এ কথা জানাতে শহরে এসে সংস্থার এমডি-সিইও আশুতোষ বিষ্ণোই এ দিন ভিম অ্যাপ ব্যবহারের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, গ্রাহকের অ্যাকাউন্ট খোলার জন্য অনলাইনে ‘ই-কেওয়াইসি’ ব্যবস্থা থাকলেও ছোট শহর বা গ্রামীণ এলাকায় দ্রুত লেনদেনের সুবিধা কার্যত নেই। ফলে নির্দিষ্ট দিনে গ্রাহকের ‘ন্যাভ’ জানা নিয়ে অনিশ্চয়তা থাকে। সেই ঘাটতি পূরণ করতে পারে ভিম অ্যাপ।

স্মার্ট ফোনে সহজে লেনদেন করতে ‘ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস’ (ইউপিআই) পদ্ধতিতে ভিম অ্যাপ বাজারে এনেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সেটি চালু করেন। আশুতোষবাবুর মতে, মোবাইল ফোনের ব্যবহার দ্রুত বাড়ছে। সেটিকেই হাতিয়ার করে ব্যাঙ্কিং পরিষেবা ছড়ানো সহজ। ভিম অ্যাপ দিয়ে মিউচুয়াল ফান্ডের লেনদেন করলে দ্রুত তা সম্পূর্ণ হবে। তবে গোটা ব্যবস্থাটি রূপায়ণ করতে কিছুটা সময় লাগবে। পাইলট প্রকল্প সফল হলে আগামী অর্থবর্ষের গোড়ায় তা চালু করার ব্যাপারে আশাবাদী তিনি।

Advertisement

সংস্থা আপাতত ৪০টি শহরে ব্যবসা করছে। আগামী এক বছরে ৮০-১০০টি ছোট শহর ও গ্রামীণ এলাকায় পৌঁছতে চায় তারা। সংস্থাটির কর্তাদের বক্তব্য, গ্রামীণ এলাকায় মিউচুয়াল ফান্ড-এর ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে। এখন সংস্থা লগ্নিকারীদের প্রায় ১৬০০ কোটি টাকার সম্পদ পরিচালনা করে। দু’বছরে তা অন্তত পাঁচ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement