Leica V-Lux 5

আইএসও ১২৮০০-য় ছবি উঠবে অন্ধকারেও, এল লাইকার নতুন ক্যামেরা ‘ভি-লাক্স ৫’

ফিচারের দিক থেকে এই ক্যামেরাকে এক কথায় অনবদ্য বলা যায়। ‘ভি-লাক্স ৫’ ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলযুক্ত, তার সঙ্গে থাকছে ১ ইঞ্চির সেন্সর। লেন্সের রেঞ্জ ৯.১ থেকে ১৪৬ এমএম পর্যন্ত, যার ফলে ওয়াইড অ্যাঙ্গেল থেকে শুরু করে টেলিফোটো সেটিং এও দারুণ ছবি তোলা সম্ভব।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৮:১৫
Share:

ভারতের বাজারে এল লাইকার নতুন ক্যামেরা 'ভি-লাক্স ৫'। ছবি: টুইটার

জার্মান ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা লাইকা বেশ পরিচিত নাম। লাইকা এ বার নিয়ে এল তাদের নতুন ক্যামেরা ‘ভি-লাক্স ৫’, গত সোমবার এই ক্যামেরা আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল। ওলেড ইলেকট্রনিক ভিউফাইন্ডার এবং সম্পূর্ণ টাচস্ক্রিনের এই ক্যামেরাটির ভারতে দাম ধার্য করা হয়েছে ৯৮ হাজার টাকা।

Advertisement

ফিচারের দিক থেকে এই ক্যামেরাকে এক কথায় অনবদ্য বলা যায়। ‘ভি-লাক্স ৫’ ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলযুক্ত, তার সঙ্গে থাকছে ১ ইঞ্চির সেন্সর। লেন্সের রেঞ্জ ৯.১ থেকে ১৪৬ এমএম পর্যন্ত, যার ফলে ওয়াইড অ্যাঙ্গেল থেকে শুরু করে টেলিফোটো সেটিং এও দারুণ ছবি তোলা সম্ভব।

এই ক্যামেরার সর্বোচ্চ অ্যাপারচার এফ/২.৮ যা ওয়াইড অ্যাঙ্গেলে শুটিং করতে সাহায্য করবে এবং টেলিফোটো সেটিং এর ক্ষেত্রে এর অ্যাপারচার হল এফ/৪। এতে রয়েছে ‘ইন্ট্রিগ্রেটেড অপ্টিকাল ইমেজ স্টেবালাইজার’ যার ফলে এই ক্যামেরা দিয়ে অত্যন্ত কম আলোয় ছবি ও ভিডিও তোলা সম্ভব। স্টেবালাইজারের ব্যবহারের ফলে ট্রাইপডের প্রয়োজনও পড়বে না।

Advertisement

আরও পড়ুন: ডিজিটাল মুদ্রা বন্ধের সুপারিশ

যেখানে বাকি ক্যামেরাগুলি ভিডিও রেকর্ডিং-এ প্রতি সেকেন্ডে ২৫ থেকে ৩০টা ফ্রেম ক্যাপচার করতে পারে, সেখানে লাইকার এই ক্যামেরা এক সেকেন্ডে ১২ টা ফ্রেম তুলতে পারবে। প্রতিটি ফ্রেমের রেজলিউশন হবে ২.৩৬ মেগাপিক্সেল। এর ফলে ভিডিওর মান হবে আরও উন্নত।

ভি-লাক্সের এটিই প্রথম মডেল যা লাইকার ‘ফোটোজ’ অ্যাপ ব্যবহার করতে পারবে ক্যামেরার ব্লুটুথের মাধ্যমে। ক্যামেরার ব্লুটুথের সঙ্গে ফোনের ব্লুটুথ কানেক্ট করে এই ক্যামেরার সেটিং পরিবর্তন ও নিয়ন্ত্রণ করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনের মাধ্যমে। যাত্রাপথে ইউএসবি কেবলের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ দেওয়া যাবে এই ফোন। এই মাসের মাঝামাঝি থেকেই ভারতে পাওয়া যাবে এই ক্যামেরা।

আরও পড়ুন: ৪৮ নয়, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে শাওমি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement