Lease

বাড়ি থেকে কাজে কমেছে অফিস লিজ়

সংশ্লিষ্ট মহলের মতে, বাড়ি থেকে কাজকে অফিসের বিকল্প হিসেবে দেখছে না শিল্পের বড় অংশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৪:১৩
Share:

—প্রতীকী ছবি

করোনার সংক্রমণ ঠেকাতে শারীরিক দূরত্ব বিধি মেনে কাজ চলছে অধিকাংশ ক্ষেত্রে। বাড়ি থেকে কাজে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। উপদেষ্টা সংস্থা জেএলএল ইন্ডিয়া সমীক্ষায় জানিয়েছে, এর ফলে চলতি বছরে দেশে অফিস লিজ় নেওয়া কমেছে প্রায় ৪৪%। কিন্তু করোনায় ঝাঁঝ কেটে গেলেও কি বাড়ি থেকে কাজের ব্যবস্থা চালু থাকবে? রিপোর্টে ইঙ্গিত, সেই সম্ভাবনা কম। কারণ, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকেই ফের মাথা তুলেছে অফিস লিজ় নেওয়া।

Advertisement

জেএলএল ইন্ডিয়া জানিয়েছে, ২০১৯ সালে দেশের সাতটি গুরুত্বপূর্ণ শহরে (দিল্লি ও রাজধানী অঞ্চল, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, পুণে এবং বেঙ্গালুরু) অফিস লিজ়ের পরিমাণ ছিল ৪.৬৫ কোটি বর্গফুট। এ বছর তা ৪৪% কমে হয়েছে ২.৫৮২ কোটি। তবে বছরের শেষ তিন মাসে চাহিদা ৫২% বেড়ে হয়েছে ৮২.৭ লক্ষ বর্গফুট। আগের বছর ছিল ৫৪.৩ লক্ষ।

সংশ্লিষ্ট মহলের মতে, বাড়ি থেকে কাজকে অফিসের বিকল্প হিসেবে দেখছে না শিল্পের বড় অংশ। তাই চাহিদা কিছুটা মাথা তুলতেই ফের কর্মস্থল নির্ভরতা বাড়ছে সংস্থাগুলির।

Advertisement

চাহিদার ছবি

• বাড়ি থেকে কাজ বাড়ায় ২০২০ সালে দেশের সাতটি গুরুত্বপূর্ণ শহরে অফিস লিজ় নেওয়া কমেছে ৪৪%।
• ২.৫৮২ কোটি বর্গফুট লিজ় নেওয়া হয়েছে। গত বছর তা ছিল ৪.৬৫ কোটি।
• অক্টোবর-ডিসেম্বরে অবশ্য লিজ় নেওয়া ৫২% বেড়ে হয়েছে ৮২.৭ লক্ষ বর্গফুট।

অন্য দিকে, কুশম্যান অ্যান্ড ওয়েক -ফিল্ডের রিপোর্টে বলছে, দেশে গত ক’বছরে গবেষণা ও উন্নয়নের জন্য অফিস খুলেছে প্রচুর বহুজাতিক সংস্থা। ২০১৪-এর ৩১.৫ লক্ষ বর্গফুট থেকে ২০১৯ সালে তা হয়েছে ১.৪১৩ কোটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement