অভ্যাস বদলের তত্ত্বেই নীতি তৈরির মন্ত্র

উদাহরণ হিসেবে এ দিন সুব্রহ্মণ্যন বলেন, রান্নার গ্যাসে ভর্তুকি ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর ডাকে সাড়া মেলার পরে ভাবনায় আছে সব রকম ভর্তুকি ছাড়তে ‘আহ্বানের কথা’ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০২:৫১
Share:

কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন।—ছবি পিটিআই

আর্থিক নীতি তৈরির কৌশলে কারও মধ্যে লুকিয়ে থাকা ইচ্ছে বা ক্ষমতাকে সামান্য ঠেলা দিলে কী ভাবে আমূল বদলাতে পারে তাঁর অভ্যাস, সেই তত্ত্ব সামনে এনেই ২০১৭ সালে নোবেল পুরস্কার জেতেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুলের অর্থনীতির অধ্যাপক রিচার্ড থেলার। এ বারের সমীক্ষায় যেন তাঁকে ‘গুরুদক্ষিণা’ দিলেন ওই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন। বৃহস্পতিবার মুখ্য আর্থিক উপদেষ্টার দাবি, আগামী দিনে নীতি তৈরির অনেক জায়গাতেই ব্যবহৃত হবে অর্থনীতির সাড়া জাগানো শাখা ‘বিহেভিয়ারাল ইকলমিক্স’। কর আদায় বাড়ানো থেকে ভর্তুকি ছাঁটাই— বহু ক্ষেত্রে সাফল্য পেতে অস্ত্র হবে ওই আলতো ঠেলা।

Advertisement

উদাহরণ হিসেবে এ দিন সুব্রহ্মণ্যন বলেন, রান্নার গ্যাসে ভর্তুকি ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর ডাকে সাড়া মেলার পরে ভাবনায় আছে সব রকম ভর্তুকি ছাড়তে ‘আহ্বানের কথা’ও। যাঁদের সেই ক্ষমতা রয়েছে, কোন ‘সুবিধা বা পুরস্কারের’ কথা বললে তাঁরা নিজে সেটি ছাড়তে রাজি হবেন, মাথা ঘামানো হতে পারে তা নিয়ে। কর আদায় বাড়াতে প্রস্তাব দেওয়া হতে পারে এক-এক দশকে সর্বোচ্চ করদাতাদের নামে বিমানবন্দরের নাম রাখার। স্বচ্ছ ভারতের থেকে এক কদম এগিয়ে লক্ষ্য বাঁধা হতে পারে স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ার।

তাঁর দাবি, গত ৫ বছরে বাড়িতে শৌচাগার তৈরি হওয়ায় ডাইরিয়ার মতো রোগ কমেছে। ছেলে-মেয়ের জন্মের হারে কিছুটা ভারসাম্য এনেছে ‘বেটি বাঁচাও-বেটি পড়াও’-র মতো প্রকল্প। যা আর্থিক নীতির কৌশলে অভ্যাস বদলের দৃষ্টান্ত। তাঁর দাবি, ভবিষ্যতেও তাই সেই অস্ত্রে আর্থিক উন্নতির সঙ্গে সামাজিক উন্নয়ন সম্ভব।

Advertisement

পাশাপাশি এ দিন ডেটা সম্পর্কে বলতে গিয়ে চিনের প্রবাদপ্রতিম নেতা দেং জিয়াও পিংয়ের নাম টেনে এনেছেন সুব্রহ্মণ্যন। খোলা বাজার ও মুক্ত অর্থনীতি পাঠের পীঠস্থান হিসেবে পরিচিত শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর মুখে যা কম চমক নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement