শ্রম দফতরে নথিভুক্ত ২৪০ জন বেকার যুবককে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার পরে নিজেদের কারখানাতেই নিয়োগ করতে চলেছে রাজ্যের চটকলগুলি। পশ্চিমবঙ্গে এমন উদ্যোগ এই প্রথম।
বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া রাজ্যে কয়েক বছর আগেই শুরু হয়েছে। ছোট ও মাঝারি শিল্প এবং পরিবহণ, হোটেল, হাসপাতালের মতো পরিষেবা ক্ষেত্রে তাঁদের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। চটশিল্পেও যাতে প্রশিক্ষিত শ্রমসম্পদের জোগান দেওয়া যায়, তার জন্য সম্প্রতি চটকল মালিকদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।
বৈঠকে মালিকেরা জানান, এই মুহূর্তে চটকলগুলিতে কমপক্ষে ৪,৫০০ প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন। শিল্পের চাহিদা জানার পরেই প্রথম ধাপে ২৪০ জনকে বেছে প্রশিক্ষণ দেওয়া শুরু করে শ্রম দফতর। পরের ধাপে ১৭টি চটকলে দু’মাস হাতেকলমে প্রশিক্ষণ হবে তাঁদের।
রাজ্যের শ্রম সচিব অমরনাথ মল্লিক ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রশিক্ষণ চলার সময়ে থাকা-খাওয়ার পাশাপাশি দৈনিক মজুরিও দিতে হবে ওই যুবকদের। তার পরে শূন্যপদ অনুযায়ী চটকলগুলিতেই নিয়োগ করা হবে তাঁদের। পরবর্তী ধাপে আরও যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে।