টাটার সম্পত্তি কেনার দৌড়ে জিন্দলরাও

এক ভারতীয় ইস্পাত বহুজাতিক লোকসানে চলা ব্রিটেনের সম্পত্তি দ্রুত বেচে সরে আসতে পারলে বাঁচে। অন্য দিকে, আর এক ভারতীয় ইস্পাত বহুজাতিক বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত সংস্থা হওয়ার লক্ষ্যে হাঁটতে কিনে নিতে চায় লোকসানে চলা সেই সম্পত্তিই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০২:১৩
Share:

এক ভারতীয় ইস্পাত বহুজাতিক লোকসানে চলা ব্রিটেনের সম্পত্তি দ্রুত বেচে সরে আসতে পারলে বাঁচে। অন্য দিকে, আর এক ভারতীয় ইস্পাত বহুজাতিক বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত সংস্থা হওয়ার লক্ষ্যে হাঁটতে কিনে নিতে চায় লোকসানে চলা সেই সম্পত্তিই। ঘাড়ে বিপুল ঋণের বোঝা নিয়েও। প্রথমটি অবশ্যই টাটা স্টিল। আর দ্বিতীয়টি সজ্জন জিন্দলের জেএসডব্লিউ স্টিল।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে খবর, ব্রিটেনে টাটা স্টিলের কারখানাগুলি কেনার জন্য দর হেঁকে যে-সাতটি আগ্রহপত্র জমা পড়েছে এবং বিক্রি প্রক্রিয়ার পরের ধাপে পা রেখেছে, তার মধ্যে রয়েছে মুম্বইয়ের জেএসডব্লিউ স্টিলও।

টাটারা ইতিমধ্যেই জানিয়েছে যে, আগ্রহপত্রগুলির মধ্যে একটি অন্যটির থেকে কতটা ভাল ও উপযোগী, তা-ই খতিয়ে দেখা হচ্ছে এখন। যদিও দরদাতাদের নাম বলেনি তারা। তবে সূত্রের দাবি, তাতে সামিল জেএসডব্লিউ। রয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি সঞ্জীব গুপ্তের সংস্থা লিবার্টি হাউস এবং টাটা স্টিলের প্রাক্তন কর্মীদের গোষ্ঠী, এক্সক্যালিবার স্টিল ইউকে-ও।

Advertisement

এ ব্যাপারে মঙ্গলবার এক বিবৃতিতে জেএসডব্লিউ শুধু বলেছে, ‘‘ব্যবসা বাড়ানোর কৌশল হিসেবেই বিভিন্ন ধরনের সুযোগ খতিয়ে দেখছে সংস্থা। যার মধ্যে রয়েছে ব্রিটেনের ইস্পাত ব্যবসাও। তবে তা এতটাই প্রাথমিক পর্যায়ে যে, মন্তব্য করার মতো নয়।’’ সংশ্লিষ্ট সূত্রের খবর, এখন টাটাদের সবুজ সঙ্কেতের অপেক্ষাতেই দিন গুনছে তারা।

এ দিন দর দেওয়ার খবর ছড়াতেই জেএসডব্লিউয়ের শেয়ার দর পড়ে যায় ২.৯২%। সংশ্লিষ্ট মহলের মতে, এমনিতেই বিপুল ঋণের বোঝা কাঁধে বয়ে নিয়ে চলা সংস্থাটি টাটাদের ওই সম্পত্তি কেনার চাপ কতটা নিতে পারবে, সে ব্যাপারে উদ্বেগই এর জন্য দায়ী।

শেষ পর্যন্ত টাটা স্টিলের ব্রিটেনের সম্পত্তি তারা কিনতে পারবে কি না, সেটা সময় বলবে। তবে জেএসডব্লিউ স্টিলের এমডি শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করে কিছু দিন আগেই জানিয়েছেন, তাঁদের গোষ্ঠী ব্যবসা বাড়াতে মুখিয়ে আছে ঠিকই। কিন্তু এমন কিছু তারা করবে না, যাতে সংস্থার আর্থিক স্থিতি টালমাটাল হয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement