ডিসেম্বরের বকেয়া বেতনের একাংশ পাওয়ার পরে বিমান চালানো বন্ধের কর্মসূচি ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়েছিলেন জেটের পাইলটেরা। মঙ্গলবার তাঁদের সংগঠন ন্যাশনাল অ্যাভিয়েটর্স গিল্ড (ন্যাগ) সংস্থাকে আইনি নোটিস পাঠিয়ে হুমকি দিল, ১৪ এপ্রিলের মধ্যেই গত তিন মাসের বকেয়া বেতন মেটানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে বেতন উদ্ধারের জন্য আইনি পথে যেতে বাধ্য হবেন পাইলটেরা। ভবিষ্যতেও প্রতি মাসের শুরুতেই বেতন দেওয়ার দাবি জানানো হয়েছে। জেটের সিইও বিনয় দুবের অবশ্য দাবি, ঋণদাতাদের সঙ্গে সংস্থার পুনরুজ্জীবন পরিকল্পনা নিয়ে কথা চালাচ্ছেন তাঁরা।
এ দিকে, সূত্রের দাবি বিভিন্ন কারণ দেখিয়ে গত ৯ মাসের মধ্যে সিইও, সিওও-সহ ১৫ জন শীর্ষ কর্তা গোএয়ার ছেড়েছেন। ফলে ওই বিমান সংস্থাটি নিয়েও এ বার দানা বাঁধছে নানা জল্পনা।