ফাইল চিত্র।
মোবাইল ফোন, আইপ্যাড, ল্যাপটপ, নগদ টাকা। জেট এয়ারওয়েজ় পাখা মেললে এমন হরেক ‘পুরস্কার’ পাবেন কর্মীরা। তবে শর্ত একটাই। জালান-কালরক কনসর্টিয়ামের দেওয়া সংস্থা পুনর্গঠন প্রস্তাবকে সমর্থন করতে হবে অন্তত ৯৫% কর্মীর। মঙ্গলবার বিমান সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রস্তাব অনুযায়ী কর্মীদের যা পাওয়ার কথা, তার বাইরেই দেওয়া হবে ওই সমস্ত উপহার।
গত ২২ জুন জালান-কালরকের পুনর্গঠন প্রস্তাবে শর্তসাপেক্ষে সায় দিয়েছে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল। ৫ জুলাই থেকে ৪ অগস্টের মধ্যে তা রূপায়ণ করতে হবে। প্রস্তাব অনুযায়ী ১৩৭৫ কোটি টাকা ঢালার কথা কনসর্টিয়ামের। ব্যাঙ্ক-সহ ঋণদাতা সংস্থাগুলি ৭৮০০ কোটি টাকা দাবি করলেও তারা পাবে যৎসামান্য। ৯৫% পাওনা ছাড়তে হবে তাদের। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই অবস্থায় জালান-কালরক জানিয়েছে, যে সমস্ত কর্মী ২০১৯ সালের ২০ জুন পর্যন্ত জেটের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের ওই সুবিধা দেওয়া হবে।