জয়শ্রী টেক্সটাইলের কারখানা। নিজস্ব চিত্র
রিষড়ার জয়শ্রী টেক্সটাইল সাত থেকে দশ দিনের মধ্যে ফের চালু হতে পারে বলে আশা করছে রাজ্য সরকার। শ্রম দফতরের আধিকারিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে সোমবারও দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। তার প্রেক্ষিতে বিধানসভায় এ দিন শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ওই কারখানা ৭-১০ দিনের মধ্যে খুলে যাবে বলে তাঁর আশা। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের আনা দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের জবাব দিতে গিয়ে মন্ত্রী জানান, জয়শ্রী টেক্সটাইলে ৪ জুন থেকে ‘সাময়িক কর্মবিরতি’ চলছে। ইতিমধ্যে ৬টি দ্বিপাক্ষিক এবং তিনটি ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে। জট খোলার জন্য শ্রম দফতরের আধিকারিকেরা গত পাঁচ দিনের মধ্যে দু’বার ফের দ্বিপাক্ষিক স্তরে বৈঠক চালাচ্ছেন। মান্নান পরে বলেন, হুগলির শিল্পাঞ্চল ও শ্রমিকদের স্বার্থে ওই কারখানা ফের অবিলম্বে চালু হওয়া দরকার।