Business News

যান্ত্রিক ত্রুটির জন্য দেড় লক্ষ নতুন গাড়ি ফেরাবে নিসান

একটি বিবৃতি জারি করে নিসান জানিয়েছে, প্রায় দেড় লক্ষ গাড়িতে ব্রেক, স্পিডোমিটার এবং অন্যান্য সমস্যা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিয়ো শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ২৩:৫৫
Share:

প্রায় দেড় লক্ষ গাড়িতে সমস্যা রয়েছে বলে জানিয়েছে নিসান। ছবি: রয়টার্স।

জাপানের গাড়ি প্রস্তুতকারী সংস্থা নিসানের ভাবমূর্তিতে ফের ধাক্কা লাগল।

Advertisement

যান্ত্রিক ত্রুটির জন্য সে দেশের ক্রেতাদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ গাড়ি ফিরিয়ে নেবে সংস্থা। শুক্রবার এই ঘোষণা করেছেন নিসান কর্তৃপক্ষ।

এ দিন একটি বিবৃতি জারি করে নিসান জানিয়েছে, প্রায় দেড় লক্ষ গাড়িতে ব্রেক, স্পিডোমিটার এবং অন্যান্য সমস্যা রয়েছে। গাড়ির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন তা সঠিক ভাবে খতিয়ে দেখা হয়নি। এর পর সে অবস্থাতেই গাড়িগুলি ঘরোয়া মার্কেটে ছেড়ে দেওয়া হয়। গোটা বিষয়টিই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

Advertisement

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

গাড়ি ফেরানোর ঘটনা এই প্রথম নয় নিসানের। গত বছর নিসানের দশ লক্ষেরও বেশি গাড়ি বাজার থেকে ফেরত নিয়ে নেওয়া হয়েছিল। সে সময় সংস্থা কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছিলেন, বেশ কিছু গাড়িতে সঠিক অনুমোদন ছাড়াই পরীক্ষা করা হয়েছে। এর পর তা ডিলারদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অরবিন্দের পর নয়া আর্থিক উপদেষ্টার পদে এলেন কৃষ্ণমূর্তি

আরও পড়ুন: এপ্রিল থেকে গৃহঋণে সুদের কাঠামো বদলে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

আর্থিক অনিয়মের অভিযোগে নিসানের চেয়ারম্যান কার্লোস ঘোসনের গ্রেফতারির পর এ দিনের এই ঘোষণায় বেশ বড়সড় ধাক্কা খেল সংস্থার ভাবমূর্তি।

(গাড়ি থেকে বাড়ি, সোনা থেকে শেয়ার, বিমা থেকে মিউচুয়াল ফান্ড - বিনিয়োগের সাতকাহন আমাদের ব্যবসা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement