আলিবাবায় ইতি, ফেরা ক্লাসরুমেই

মধ্য পঞ্চাশে ফের ক্লাসরুমে ফিরতে চান জ্যাক মা।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৯
Share:

বিদায়: আলিবাবা-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার জ্যাক মা। রয়টার্স

মধ্য পঞ্চাশে ফের ক্লাসরুমে ফিরতে চান জ্যাক মা।

Advertisement

চিনের অভাবী পরিবার থেকে দৌড় শুরু করে প্রথমে শিক্ষকই হয়েছিলেন তিনি। পড়াতেন ইংরেজি। জীবন পাল্টে গিয়েছিল ইন্টারনেটে হাত পড়তেই। বুঝেছিলেন তার প্রবল সম্ভাবনা। বাকিটা ইতিহাস। নেটে কেনাকাটার বাজার হিসেবে তাঁর তৈরি আলিবাবার দৈত্য হয়ে ওঠা। এখন সেই আলিবাবায় নিজের ইনিংস শেষ করে ফের পড়ানোর দুনিয়াতেই ফিরে যেতে চান সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার জ্যাক মা। চিন তথা এশিয়ার অন্যতম ঝানু ব্যবসায়ী এবং ধনকুবের হিসেবে দুনিয়া যাঁকে চেনে।

অনেকে বলেন, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের সঙ্গে তাঁর মিল বিস্তর। জোবসের মতো তিনিও বিশ্বাস করেন ঝুঁকি নেওয়া, আগ্রাসী ভাবনা এবং উদ্ভাবনে। হয়তো সেই কারণেই তায়িচি ও চিনা মার্শাল আর্টসের এত ভক্ত তিনি। বার বার তা প্রয়োগের কথা বলেছেন সংস্থা পরিচালনার ক্ষেত্রেও। সম্প্রতি সেই মা মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বয়স ৫৪ বছর ছুঁতে চলেছে। তাই আবার প্রথম ভালবাসার কাছেই ফিরতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement