—প্রতীকী চিত্র।
জীবন বিমা প্রকল্প থেকে ঋণের সুবিধা এখনই রয়েছে। এ বার তা বাধ্যতামূলক করল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। সম্প্রতি এক মাস্টার সার্কুলারে তারা জানিয়েছে, সঞ্চয় ভিত্তিক বিমার ক্ষেত্রে গ্রাহক ঋণ চাইলে তা দিতে বাধ্য থাকবে সংস্থা। ঋণের অঙ্ক নির্ভর করবে কত টাকার বিমা তার উপরে। টার্ম পলিসির ক্ষেত্রে অবশ্য ঋণ দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। আবার বাড়ি করা, ফ্ল্যাট কেনা, চিকিৎসা, শিক্ষা, সন্তানের বিয়ের মতো জরুরি প্রয়োজনে গ্রাহক যাতে পেনশন প্রকল্প থেকেও আংশিক টাকা তুলতে পারেন, ব্যবস্থা করা হয়েছে তারও। বিমা ক্ষেত্রের সমস্ত নিয়মকে এক ছাতার নীচে এনে মাস্টার সার্কুলারটি তৈরি হয়েছে। আরআরডিএ বলেছে, ‘‘নতুন ব্যবস্থাগুলিতে গ্রাহকদের আরও সুবিধা হবে।’’
সার্কুলারে জানানো হয়েছে—
আইআরডিএ-র নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিমা বিশেষজ্ঞেরা। জীবন বিমা নিগমের প্রাক্তন বিপণন আধিকারিক অরূপ দাশগুপ্ত বলেন, ‘‘পদক্ষেপগুলি জীবন বিমার বিস্তারে কার্যকরী ভূমিকা নেবে। বহু মানুষ বিমার আওতায় আসতে উৎসাহিত হবেন। যা ২০৪৭ সালের মধ্যে দেশের সমস্ত মানুষকে বিমার আওতায় নিয়ে আসতে সাহায্য করবে। সচেতনতা বাড়বে গ্রাহকদের।’’