Investment

Illegal: বেআইনি আর্থিক লেনদেন ঠেকানো, লগ্নিতে জোর

বেসরকারি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার কথা বলেছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ০৮:২৬
Share:

প্রতীকী ছবি।

আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) এবং বিশ্ব ব্যাঙ্কের বসন্তকালীন বৈঠকে যোগ দিয়ে শুরুতেই বেসরকারি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার কথা বলেছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কারণ হিসেবে ব্যাখ্যা করেছিলেন, অনিয়ন্ত্রিত ওই ডিজিটাল সম্পদ বেআইনি আর্থিক লেনদেন এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্যের জন্য কাজে লাগানো হতে পারে। এ বার ওই বৈঠকের সঙ্গে সংযুক্ত অন্য এক সম্মেলনে ফের বেআইনি আর্থিক লেনদেন ও সন্ত্রাসবাদে অর্থ সরবরাহ রোধে রাজনৈতিক দায়বদ্ধতায় জোর দিলেন তিনি। পরে বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেন নির্মলা। বৈঠক করেন ভারতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে।

Advertisement

সেই সঙ্গে চরম দারিদ্র কমিয়ে সঙ্গবদ্ধ ভাবে এগিয়ে যেতে সংঘর্ষ ও হিংসার মোকাবিলার উপরে জোর দিয়েছেন নির্মলা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যখন প্রায় ৫০ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন, তখন নির্মলার এই বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

এর পাশাপাশি, ফেডেক্স, মাস্টারকার্ড-সহ কয়েকটি সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠক করেছেন নির্মলা। জানিয়েছেন, দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশে বিনিয়োগের সুবিধার কথা। অর্থ মন্ত্রক সূত্রের খবর, ফেডেক্সের প্রেসিডেন্ট রাজ সুব্রহ্মণ্যন অর্থমন্ত্রীকে জানান, ভারতীয় অর্থনীতি নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং সেখানে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁদের। সে ক্ষেত্রে ভারতে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তৈরি করতে পারেন তাঁরা। ডেটা সেন্টার তৈরির ভাবনার কথা জানিয়েছে মাস্টারকার্ড। ডেলয়েটের সিইও পুনীত রঞ্জন জানিয়েছে, কোয়মবত্তুর ও ভূবনেশ্বরের মতো অপেক্ষাকৃত ছোট শহরে নিজেদের কার্যকলাপ চালু করতে চলেছে সংস্থাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement