তিন মাসের মধ্যে দু’বার কমলো স্বল্প সঞ্চয়ের সুদ

যার জেরে প্রবীণ নাগরিকদের মতো সুদ নির্ভর সাধারণ মানুষই সবচেয়ে বেশি ধাক্কা খাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মনে করা হচ্ছে, এর সঙ্গে তাল মিলিয়ে ব্যাঙ্ক-জমার সুদও আরও কমবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ০৩:১৮
Share:

এ বার গ্রাহকেরা আগের তুলনায় আরও কম সুদ পাবেন স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে জমা টাকা থেকে। জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসের জন্য ওই হার ফের ১০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্র। এর আগে গত মার্চেও তা ১০ বেসিস পয়েন্ট ছাঁটা হয়েছিল।

Advertisement

শুক্রবার অর্থ মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে পিপিএফ এবং এনএসসি, দু’টিরই সুদ আগের ৭.৯% থেকে কমে হয়েছে ৭.৮%। প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে এখন মিলবে ৮.৩%। যা আগে ছিল ৮.৪%। সুদ কমেছে কিসান বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ৫ বছরের রেকারিং ডিপোজিট ও ১-৫ বছরের মেয়াদি জমাতেও। যার জেরে প্রবীণ নাগরিকদের মতো সুদ নির্ভর সাধারণ মানুষই সবচেয়ে বেশি ধাক্কা খাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মনে করা হচ্ছে, এর সঙ্গে তাল মিলিয়ে ব্যাঙ্ক-জমার সুদও আরও কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement