বিতর্ক রেখেই আইডিবিআই এলআইসির

আমজনতা এলআইসিতে টাকা রাখেন। তা দিয়ে লোকসানে চলা ব্যাঙ্কটির শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ইতিমধ্যেই ৪২,০০০ কোটি ঢেলেছে এলআইসি। যা বাজারে ব্যাঙ্কগুলির মোট শেয়ারমূল্যের ৮%। এ বার আইডিবিআইয়ের সিংহভাগ শেয়ার নিয়ে তারা আরও সমস্যায় পড়বে কি না, প্রশ্ন সেখানেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৩:৩৮
Share:


Advertisement

pix

Advertisement

Chart

প্রশ্নকে সঙ্গী করেই আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার কিনতে বুধবার মন্ত্রিসভার সায় পেল এলআইসি। ফলে ব্যাঙ্কটির সিংহভাগ শেয়ার হাতে নিয়ে ব্যাঙ্কিং ক্ষেত্রে পা রাখতে পারবে জীবন বিমা সংস্থাটি। আর আইডিবিআই পাবে ১০,০০০-১৩,০০০ কোটি টাকার পুঁজি। ইতিমধ্যেই ব্যাঙ্কটির ৭.৯৮% শেয়ার রয়েছে এলআইসির হাতে।

আমজনতা এলআইসিতে টাকা রাখেন। তা দিয়ে লোকসানে চলা ব্যাঙ্কটির শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ইতিমধ্যেই ৪২,০০০ কোটি ঢেলেছে এলআইসি। যা বাজারে ব্যাঙ্কগুলির মোট শেয়ারমূল্যের ৮%। এ বার আইডিবিআইয়ের সিংহভাগ শেয়ার নিয়ে তারা আরও সমস্যায় পড়বে কি না, প্রশ্ন সেখানেই।

ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, এই সিদ্ধান্তে ১১ লক্ষ এলআইসি এজেন্টের মাধ্যমে সকলের দরজায় পরিষেবা পৌঁছতে পারবে আইডিবিআই। আর দেশে ব্যাঙ্কটির ১,৯১৬টি শাখার মাধ্যমে বিমা-সহ নানা পণ্য বিক্রির দরজা খুলবে এলআইসির সামনে। কমবে খরচ।

মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অনেকের মত, এলআইসির প্রথম দায়বদ্ধতা বিমাকারীদের কাছে। মুনাফা হলে তবেই না সংস্থা বোনাস দিতে পারবে। আইডিবিআই-সিদ্ধান্তে সেই অঙ্ক কমবে কি না, চিন্তা সেখানেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement