—প্রতিনিধিত্বমূলক ছবি।
টানা চারটি লেনদেনে লাগাতার পতনের ফলে বৃহস্পতিবার ৭২,৪৮৮.৯৯ অঙ্কে নেমে এল সেনসেক্স। হারাল মোট ২৫৪৯.১৬ পয়েন্ট (৩.৩৯%)। লগ্নিকারীরা খোয়ালেন ৯.৩০ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। বিশেষজ্ঞদের দাবি, মূল্যবৃদ্ধি ফের মাথা তোলায় আমেরিকায় সুদ কমার সম্ভাবনা ফিকে হওয়া, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি এবং ইজ়রায়েলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরে পশ্চিম এশিয়ায় অশান্তি বেড়ে যাওয়াই এর কারণ।
বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলেন, ‘‘ভারতীয় অর্থনীতি সুরক্ষিত। কিন্তু নাছোড়বান্দা মূল্যবৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সুদ কমানোয় বিলম্বের আশঙ্কা লগ্নিকারীদের শেয়ার বেচে লাভ তুলতে ইন্ধন জোগাচ্ছে। বাজার অস্থির। লগ্নিকারীরা সতর্ক থাকুন।’’