আসানসোলে হিন্দুস্তান কেবল্সের কারখানা বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় নিয়েই ফেলেছে। তার আগে তা বাঁচাতে শেষ চেষ্টার রাস্তা খোঁজার দায়িত্ব ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে দিয়েছেন মন্ত্রী অনন্ত গীতে। সোমবার বৈঠকের পরে বাবুল বলেন, ‘‘শেষ চেষ্টা করব।’’ কারখানাটি ১৩ বছর বন্ধ। তা খোলা বেশ কঠিন বলে মনে করে শিল্প মন্ত্রক। কিন্তু তা সত্ত্বেও আসানসোলের সাংসদ বাবুলের দাবি, ‘‘সংস্থার ৯০০ একর জমি রয়েছে। তা বেচে বা অন্য কোনও উপায়ে কারখানা খোলা সম্ভব কি না, সেটাই দেখব।’’