Industrial Production

অর্থনীতির ছন্দে ফেরা নিয়ে প্রশ্ন জোড়া হিসেবে

অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ স্পষ্ট, ডিসেম্বরে শিল্পবৃদ্ধির হিসেব তুলে ধরে ফের এই দাবিই করেছিল কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ০৬:৫৮
Share:

—প্রতীকী ছবি।

মাঝে একটু স্বস্তি মিলেছিল। অর্থনীতির ঘুরে দাঁড়ানো নিয়ে আশা জাগিয়ে ডিসেম্বরে শিল্পোৎপাদন বেড়েছিল। জানুয়ারিতে কমেছিল খুচরো মূল্যবৃদ্ধি। মাস ঘুরতে না-ঘুরতেই সেই স্বস্তি উধাও। শুক্রবার সরকারি পরিসংখ্যান জানাল, জানুয়ারিতে ১.৬% কমেছে উৎপাদন। উল্টো দিকে ফেব্রুয়ারিতে আবার মাথা তুলে ৫% ছাড়িয়েছে খুচরো মূল্যবৃদ্ধি।

Advertisement

অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ স্পষ্ট, ডিসেম্বরে শিল্পবৃদ্ধির হিসেব তুলে ধরে ফের এই দাবিই করেছিল কেন্দ্র। কিন্তু আজ পরিসংখ্যান মন্ত্রকের হিসেব দেখিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন, যদি চাহিদা ও লগ্নি বাড়ে একমাত্র তা হলেই অর্থনীতি চাঙ্গা হবে। কারণ উৎপাদন বাড়বে। তা হলে কেন কল-কারখানার উৎপাদন ২% সঙ্কুচিত হল? কেনই বা অন্যান্য পণ্য তৈরির জন্য জরুরি মূলধনী পণ্যের উৎপাদন ৯.৬% কমল? সঙ্কোচন দেখেছে খননও।

এক মাসের স্বস্তিকে অনেকে বলছেন জমে থাকা চাহিদা ও উৎসবের কেনাকাটার প্রতিফলন। যা ফের উধাও হওয়ায় ভোগ্যপণ্যের উৎপাদনেও ভাটা পড়েছে। মূল্যায়ন সংস্থা ইক্রার মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ারের মতে, কেন্দ্র খরচ বাড়ালেও রাজ্যগুলি ও বেসরকারি ক্ষেত্রের তরফে কতটা সাড়া মিলবে, তা নিয়ে সন্দেহ থাকছে। তার উপরে স্বল্প ও দীর্ঘ মেয়াদি ভোগ্যপণ্য উৎপাদন যথাক্রমে ৬.৮% এবং ০.২% কমার অর্থ মানুষ খরচের বদলে সঞ্চয়ে মন দিচ্ছেন। ফলে চাহিদা ফেরা নিয়ে সংশয় থাকছে।

Advertisement

চিন্তা বাড়িয়েছে খাদ্যপণ্যের দর বৃদ্ধির (৩.৮৭%) জেরে মূল্যবৃদ্ধি মাথা তোলাও। সংশ্লিষ্ট মহলের আক্ষেপ, এতে ফের সুদ কমার আশা ফিকে হল। চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে ছন্দে ফেরাতে যা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement