মিশে যাচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ও দেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র-ঋণ সংস্থা ভারত ফিনান্সিয়াল ইনক্লুশন (বিএফআইএল)। যা হবে পুরোপুরি শেয়ার লেনদেনের মাধ্যমে। সংশ্লিষ্ট মহলের দাবি, ক্ষুদ্র-ঋণের দুনিয়ায় এটাই হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাপের সংযুক্তি।
এর হাত ধরে ইন্ডাসইন্ডের এক কোটি গ্রাহকের সঙ্গে যোগ হবে বিএফআইএলের ৬৮ লক্ষ। বেসরকারি ব্যাঙ্কটির দাবি, এর ফলে গ্রামাঞ্চলেও ব্যবসা বাড়াতে পারবে তারা। প্রায় ৩-৪ শতাংশ কমবে ছোট ঋণগ্রহীতাদের ধার দেওয়ার খরচ।
শনিবারই এই সংযুক্তি প্রকল্পে সায় দিয়েছে ব্যাঙ্ক ও ক্ষুদ্রঋণ সংস্থার পর্ষদ। শেয়ার বিনিময় হার হিসেবে অনুমতি দিয়েছে, বি এফ আই এলের শেয়ারহোল্ডারদের হাতে থাকা প্রতি হাজারটি শেয়ারের জন্য ইন্ডাসইন্ডের ৬৩৯টি পাওয়ার প্রস্তাবে। চুক্তি মাফিক, বিএফআইএলের মূলধন, সম্পদ ও দায়-সহ পুরো হিসেবের খাতা ঢুকবে ইন্ডাসইন্ডে। তবে একটি কার্যনির্বাহী দল পূর্ণ শাখা সংস্থা হিসেবে ‘বিজনেস করেসপন্ডেন্ট’-এর কাজ করবে।
সংযুক্ত সংস্থায় মোট কর্মী হবে ৪০ হাজার। যার মধ্যে বিএফআইএলের ১৫ হাজার একই পদে কাজ করবেন বলে দাবি ইন্ডাসইন্ড কর্তৃপক্ষের।