জো বাইডেন ও কমলা হ্যারিস।
বাণিজ্যে পাঁচিল আর নয়। সরাসরি না-হলেও আমেরিকার আগামী প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে সেই প্রত্যাশারই ইঙ্গিত দিল ভারতীয় শিল্প মহল। শুভেচ্ছা জানাল হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও।
গত দু’বছর আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল ঘটনাবহুল। উঁচু আমদানি শুল্কের জন্য কেন্দ্রকে বিঁধেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য ছুঁয়েছিল ১৫,০০০ কোটি ডলার। করোনা তাতে ধাক্কা দিলেও সিআইআইয়ের ডিজি চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের আশা, সব রেকর্ডকে ছাপিয়ে বাণিজ্যের অঙ্ক ৫০,০০০ কোটি পার করে ফেলবে। যার ফলে লাভবান হবে উভয়পক্ষই। শিল্পের মতে, প্রতিরক্ষা, উৎপাদন, বিদ্যুৎ, ওষুধ, স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রগুলিতে জোর দিতে পারে দুই দেশ।
উন্নততর বৈজ্ঞানিক গবেষণাতেও সহযোগিতার পক্ষে সওয়াল করেছেন অ্যাসোচ্যামের সেক্রেটারি জেনারেল দীপক সুদ। বাণিজ্যে বাধা কাটার আশা করছে আমেরিকার বাণিজ্য মহলও। ইউএস-ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিলের মতে, বাইডেনের জয় আদতে সেই বাধা কাটার পথেই প্রথম ধাপ।