Indian Economy

অর্থনীতি তাকিয়ে দ্রুত প্রতিষেধক বণ্টনের দিকে

প্রতিষেধক শুধুমাত্র বাজারে আসলে হবে না, তা সকলের কাছে পৌঁছনো জরুরি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ০৫:২৭
Share:

—প্রতীকী ছবি

করোনার ধাক্কায় চলতি ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি-র যে সঙ্কোচন হবে, তা মানছে সরকার, রিজ়ার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে প্রায় সকলেই। বরং তাদের আশা, কম ভিতের উপরে দাঁড়িয়ে পরের বছরে ২০২১-২২ অর্থবর্ষে উঁচু বৃদ্ধির মুখ দেখবে ভারত। বিশেষত সাধারণ মানুষও যেখানে কাজকর্ম পুরোদস্তুর চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু পরের অর্থবর্ষেও অর্থনীতি নিয়ে সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছে উপদেষ্টা এবং রেটিং সংস্থাগুলি। তাদের মতে, কাজটা খুব সহজ নয়। অর্থনীতিকে ছন্দে ফেরাতে হলে আগামী অর্থবর্ষেও এক দিকে যেমন রাজকোষ ঘাটতির লক্ষ্য ৫ শতাংশে রেখে সরকারি খরচ বাড়াতে হবে, তেমনই জোর দিতে হবে করোনার প্রতিষেধক সকলের কাছে পৌঁছে দেওয়ার উপরে। না-হলে কম ভিতের উপরে দাঁড়িয়েও চড়া বৃদ্ধির গণ্ডিতে ফিরতে পারবে না জিডিপি।

Advertisement

বুধবার উপদেষ্টা সংস্থা ব্যাঙ্ক অব আমেরিকা (বিওএ) সিকিউরিটিজ় জানিয়েছে, প্রতিষেধক শুধুমাত্র বাজারে আসলে হবে না, তা সকলের কাছে পৌঁছনো জরুরি। আগামী অর্থবর্ষের প্রথম ছ’মাসে তা সম্ভব হলে বৃদ্ধির হার ৯ শতাংশে পৌঁছবে। কিন্তু দেরি হলে তা মাত্র ৬% হতে পারে। সুইস ব্রোকারেজ সংস্থা ইউবিএস-রও মত, সারা দেশে ২০২১ সালে করোনার হার্ড ইমিউনিটি তৈরির সম্ভাবনা নেই। ফলে প্রতিষেধক দ্রুত সকলের কাছে পৌঁছতে হবে কেন্দ্রকে। যদিও তাদের মতে, আগামী বছরে বৃদ্ধির হার দাঁড়াবে ১১.৫%।

তবে অন্যান্য সকলের মতোই চলতি অর্থবর্ষে অর্থনীতি সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে বিওএ এবং নোমুরা। দুই সংস্থারই দাবি, তা হতে পারে ৬.৭%। ইউবিএস বলেছে সঙ্কোচন হবে ৭.৫%। নোমুরা অবশ্য পরের অর্থবর্ষে বৃদ্ধির হার ১৩.৫% হওয়ার পূর্বাভাস করেছে।

Advertisement

মূল্যবৃদ্ধি নিয়েও সতর্ক করেছে ব্যাঙ্ক অব আমেরিকা। জানাচ্ছে, ডিসেম্বরে খাদ্যপণ্যের দাম কমায় খুচরো মূল্যবৃদ্ধিতে স্বস্তি ফিরলেও, আগামী দিনে ফের তা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চিন্তার অন্যতম কারণ সেই জোগানে সমস্যা। সেই সঙ্কট দূর হলে হয়তো দাম কমবে। একমাত্র তা হলেই কমতে পারে সুদ। দীর্ঘ মেয়াদে চাহিদা বাড়াতে বাজেটে আরও ত্রাণের সওয়ালও করেছে বিওএ। বলেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুঁজি জোগানো, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ১ লক্ষ কোটি টাকার পরিকাঠামো বন্ড ছাড়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement