সাধারণত গ্রাহক নথিভুক্ত মোবাইলে আইভিআরএস পরিষেবায় রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করেন। তার পরে ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে বাড়িতে এলে টাকা মেটান। অনেকেই আবার ডিলারের দোকানে ফোন করে বা সেখানে গিয়েও সিলিন্ডার বুক করেন। এখন লকডাউনে বাড়ি থেকে বেরোনো বন্ধ। অনেকে নগদ লেনদেনও এড়াতে চান। সে ক্ষেত্রে অনলাইনে বুকিং ও আগাম টাকা মেটানো সুবিধাজনক।
অ্যাকাউন্ট ছাড়াই বুকিং
• https://my.ebharatgas.com ওয়েবসাইটে যান।
• সেখানে ‘কুইক বুক অ্যান্ড পে’-তে ক্লিক করুন।
• পরের পাতায় ১৭ সংখ্যার এলপিজি আইডি বা সংস্থায় নথিবদ্ধ মোবাইল নম্বরটি দিন।
• তার নীচে ক্যাপচা লিখে কন্টিনিউ-তে ক্লিক করুন।
• পরের পাতায় রান্নার গ্যাসের সংযোগ সংক্রান্ত পুরো তথ্য আসবে।
• সেখানে বুক সিলিন্ডারে ক্লিক করুন।
• পরের পাতায় গিয়ে বুক নাউ-তে ক্লিক করতে হবে।
• নগদে নাকি অনলাইনে, কী ভাবে সিলিন্ডারের দাম মেটাতে চান, তা বেছে নিন।
• অনলাইন অপশনে ‘টার্মস অ্যান্ড কন্ডিশন্স’ শর্ত মানার জন্য টিক মারুন।
• পরের পাতায় কী ভাবে টাকা মেটাবেন (পেমেন্ট গেটওয়ে), তা ঠিক করুন।
• ‘মোড অব পেমেন্ট’, অর্থাৎ ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদি থেকে নিজের পছন্দেরটি বাছুন।
• নির্দেশ মতো প্রয়োজনীয় তথ্য দিন।
• লেনদেন সফল হলে পর্দায় ও নথিভুক্ত মোবাইলে এসএমএসে ‘বুকিং কনফার্মেশন’ সংক্রান্ত বার্তা পাবেন।
অ্যাকাউন্ট খুলে বুকিং
• একই ওয়েবসাইটে গিয়ে ‘নিউ ইউজ়ার’ ক্লিক করে কনজ়িউমার নম্বর ও নথিভুক্ত মোবাইল নম্বর দিন।
• মোবাইলে আসা ওটিপি পরের পাতায় নির্ধারিত জায়গায় ভরে পছন্দ মতো ‘ইউজ়ার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ তৈরি করুন।
• সিলিন্ডার বুক করতে ওয়েবসাইটে গিয়ে লগ ইনে ক্লিক করে ওই ইউজ়ার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচাটি লিখুন।
• পরের পাতা থেকে আগের মতোই ধাপে ধাপে এগিয়ে সিলিন্ডার বুক করে অনলাইনে টাকা দিন।
অ্যাপে বুকিং
• বিপি-র নিজস্ব অ্যাপ ‘ভারত-গ্যাস’ থেকেও সিলিন্ডার বুকিং ও তার দাম মেটানো যায়। তবে সে ক্ষেত্রেও নাম ও অন্যান্য তথ্য দিয়ে নথিভুক্ত হতে হবে।
• এ ছাড়া অন্যান্য সংস্থার ওয়ালেটের মাধ্যমেও সেই সুবিধা মেলে।