—প্রতীকী ছবি
গাড়ির শো-রুমে ভিড় হচ্ছে লকডাউন শিথিলের পর থেকেই। পুরোপুরি উধাও চাহিদাকে বাড়তে দেখা গিয়েছে প্রতি মাসে। তবে সব ধরনের গাড়ি মিলিয়ে সার্বিক বিক্রি বাড়ার বদলে কমেছে গত এপ্রিল থেকে। গাড়ি ডিলারদের সংগঠন ফাডার হিসেব জানাল, সব ধরনের গাড়ি মিলিয়ে ওই বিক্রি বৃদ্ধির হারই ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় দাঁড়িয়েছে ১১%। চলতি অর্থবর্ষে বৃদ্ধি এই প্রথম। তবু সংশয় কাটছে না শিল্পের।
ফাডার দাবি, জমে থাকা ও উৎসবের মরসুমে তৈরি হওয়া চাহিদার প্রতিফলন এই বিক্রি। আর একটি কারণ জানুয়ারি থেকে অনেক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা। সংগঠনের প্রেসিডেন্ট ভিঙ্কেশ গুলাটির বক্তব্য, ‘‘নতুন যাত্রিগাড়ি এবং মোটরবাইক বাজারে আসার ফলেও বাড়তি চাহিদা দেখেছে ডিসেম্বর।’’ কিন্তু জানুয়ারিতে এগুলো থাকবে না। উল্টে আশঙ্কা, দাম বাড়ায় মার্চ পর্যন্ত চাহিদা কমতে পারে।
ফাডার হিসেব, ডিসেম্বরে দেশে যাত্রিবাহী, দু’চাকা ও ট্র্যাক্টরের বিক্রি বাড়লেও বাণিজ্যিক গাড়ির কমেছে। আর্থিক কর্মকাণ্ড বাড়লে যা হওয়ার কথা নয়। প্রশ্ন উঠছে, অর্থনীতি ছন্দে না-ফিরলে নতুন চাহিদা তৈরি হবে কি? ৬৫ শতাংশের বেশি ডিলারেরই আশঙ্কা, জানুয়ারিতে বিক্রি ফের ধাক্কা খেতে পারে।